১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


ইন্দোনেশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট প্রাবোও

ইন্দোনেশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট প্রাবোও - ফাইল ছবি।

 

ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে প্রাবোও সুবিয়ান্তোর নাম ঘোষণা করেছে। দেশটির সাংবিধানিক আদালত তার প্রথম রাউন্ডের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চ্যালেঞ্জগুলো বাতিল করার পর তার নাম ঘোষণা করা হলো। খবর এএফপির।

ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ৭২ বছর বয়সী প্রাবোও বিদায়ী নেতা জোকো উইডোডোর কাছ থেকে আগামী অক্টোবরে দায়িত্ব নেয়ার কথা রয়েছে। তিনি জোকোই নামে বেশি পরিচিত।
তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী অ্যানিস বাসওয়েদান এবং গঞ্জার প্রনোউ ১৪ ফেব্রয়ারি অনুষ্ঠিত ভোট ফের অনুষ্ঠানের আহ্বান জানানোর পর এমন ঘোষণা আসলো। অনুষ্ঠিত এ নির্বাচনে প্রাবোও প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন। এমন ফলাফলের পর নির্বাচনে রাষ্ট্রের হস্তক্ষেপ এবং আইন পরিবর্তনের অভিযোগ তোলা হয়।

১৯৯০-এর দশকের শেষের দিকে স্বৈরশাসক সুহার্তোর শাসনের অবসানের সময় গণতন্ত্র কর্মীদের গুম করার ক্ষেত্রে ভূমিকা পালনের জন্য বিভিন্ন মানবাধিকার গ্রুপ প্রাবোওকে অভিযুক্ত করেছে এবং তিনি মানবাধিকার লঙ্ঘনের অতীতের এমন অভিযোগের জন্য অনেক বিতর্কিত। সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement