১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


বারেন রেভুলুশন বার্ষিকীতে ইস্তাম্বুলে উইঘুর অ্যাক্টিভিস্টদের র‌্যালি

বারেন রেভুলুশন বার্ষিকীতে ইস্তাম্বুলে উইঘুর অ্যাক্টিভিস্টদের র‌্যালি - ফাইল ছবি

পূর্ব তুর্কেস্তানে চীনা নির্যাতন এবং ধর্মীয় উৎপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে উইঘুর অ্যাক্টিভিস্ট ও সমর্থকেরা ইস্তাম্বুলে চীনা কনস্যুলেটের সামনে বিক্ষোভ করেছে।

উইঘুর ইতিহাসের তাৎপর্যপূর্ণ ঘটনা বারেন রেভুলুশনের ৩৪তম বার্ষির্কীতে তারা এই বিক্ষোভের আয়োজন করে।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব ইস্ট তুর্কেস্তান এনজিও (আইইউইটিও)-এর ডাকে এই বিক্ষোভে ৪০০-৫০০ উইঘুর নারী, পুরুষ ও শিশু অংশ নেয়। তারা চীনা কর্তৃপক্ষের নীতির তীব্র সমালোচনা করে।

এতে ইস্তাম্বুলে উইঘুর রিলিজিয়াস স্কলার্স ইউনিয়নের সভাপতি অ্যালিমকান বাগদা উইঘুর সম্প্রদায় যে কঠিন অবস্থায় পড়েছে, তা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র : এএনআই


আরো সংবাদ



premium cement

সকল