আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন আহত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ মে ২০২৩, ১৮:৪৮, আপডেট: ২৭ মে ২০২৩, ১৮:৪৯
আফগানিস্তানের বাঘলান প্রদেশে একটি ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন আহত হয়েছে।
শনিবার খামা প্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর আফগানিস্তানের বাঘলান প্রদেশের পোল-খোমরি শহরে এই বিস্ফোরণ ঘটে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
আফগান গণমাধ্যমের তথ্যানুসারে তালেবান কর্মকর্তারা এখনো বিস্ফোরণের বিষয়ে মন্তব্য করেনি এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী দায় স্বীকার করেনি।
দেশজুড়ে একই ধরনের ঘটনা ঘটেছে, যার জন্য ইসলামিক স্টেট বা দায়েশের আগে দায় স্বীকার করেছে।
তালেবান ২০২১ সালের আগস্টে দেশটির নিয়ন্ত্রণ নেয়ার পর আফগানিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা