২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বে ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরি : শি জিনপিং

বিশ্বে ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরি : শি জিনপিং - ছবি : সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্বে ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরি। এজন্য তিনি আরো বেশি স্বচ্ছ বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে প্রেসিডেন্ট শি জিনপিং এ কথা বলেন।

তিনি পশ্চিমা একাধিপত্যবাদের বিরুদ্ধে সতর্ক করে বলেন, পরাশক্তিগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মোড়লিপনা করে বেড়াচ্ছে।

মঙ্গলবার বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে দেয়া বক্তৃতায় শি জিনপিং এসব কথা বলেন।

তিনি সুস্পষ্ট করে বলেন, বর্তমান বিশ্বের ভবিষ্যত গন্তব্য নির্ধারিত হতে হবে সব দেশের মাধ্যমে। একটি অথবা গুটিকয়েক দেশ তাদের শাসন অন্যদের ওপর চাপিয়ে দিতে পারে না এবং কয়েকটি দেশের আধিপাত্যবাদিতার ভিত্তিতে বিশ্ব পরিচালিত হতে পারে না।

যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে প্রেসিডেন্ট শি জিনপিং বাজার নীতির বিরুদ্ধে যায় এমন বাধা সৃষ্টি করার বিষয়ে হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, এতে কারো লাভ হবে না বরং অন্যের ক্ষতি হবে।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement