১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


এবার আলোচনা করতে মস্কো যাচ্ছে তালেবান : আবারো সরকারকে উপেক্ষা

আফগানিস্তান
তালেবান প্রতিনিধিদলের এসব সদস্য সম্প্রতি আমেরিকার সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন (ফাইল ছবি) - ছবি: সংগৃহীত

আফগানিস্তানের সরকারবিরোধী রাজনৈতিক নেতাদের সাথে আলোচনায় বসতে যাচ্ছে তালেবানরা। তবে সে আলোচনা হবে রাশিয়ার রাজধানী মস্কোয়। মঙ্গলবার থেকে দু’দিনব্যাপী এ বৈঠক শুরু হবে।

তালেবান গত কিছুদিন ধরে আমেরিকার সাথে সরাসরি যে আলোচনা চালাচ্ছে তাতে আফগান সরকারকে অন্তর্ভুক্ত করা হয়নি এবং আসন্ন মস্কো বৈঠকের ফলে কাবুল সরকার আলোচনা প্রক্রিয়া থেকে আরো দূরে সরে যাবে বলে মনে করা হচ্ছে।

আফগানিস্তানের গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, আসন্ন মস্কো বৈঠকে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির বিরোধী কয়েকজন রাজনৈতিক নেতা অংশ নেবেন।

একজন সিনিয়র তালেবান নেতা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, মস্কো বৈঠক হবে ‘অরাজনৈতিক’ এবং মস্কোভিত্তিক কয়েকটি সংগঠন এটির আয়োজন করতে যাচ্ছে। কাবুলের রুশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, মস্কোভিত্তিক ‘আফগান সোসাইটি অব রাশিয়া’ এ বৈঠকের আয়োজন করছে।

মস্কোর প্রেসিডেন্ট হোটেলে অনুষ্ঠেয় বৈঠকটিতে আফগানিস্তানের ‘প্রভাবশালী ব্যক্তিত্বদের’ আমন্ত্রণ জানানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। রাশিয়ার দূতাবাস জানায়, ‘আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছি।’

মস্কো বৈঠকে আমন্ত্রণ পাওয়া রাজনৈতিক নেতাদের মধ্যে আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে আশরাফ গনির প্রতিদ্বন্দ্বী হানিফ আতমার রয়েছেন। এএফপি জানিয়েছে, সাবেক যুদ্ধবাজ নেতা আতা মুহাম্মাদ নুর এবং সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইও মস্কো বৈঠকে অংশ নেবেন। আফগান সরকারের পক্ষ থেকে তালেবানের সাথে আলোচনার দায়িত্বপ্রাপ্ত একটি পরিষদ জানিয়েছে, তাদেরকে মস্কো বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।


আরো সংবাদ



premium cement
মহাদেবপুরে বাসচাপায় মাদরাসাছাত্র নিহত কিরগিজস্তানের পরিস্থিতি শান্ত হলেও উদ্বেগজনক সারা দেশে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস দাগনভূঞায় অগ্নিদগ্ধ পরিবারের মাঝে জামায়াতের উদ্যোগে গৃহ নির্মাণ উদ্বোধন ২৫ মে বঙ্গবাজার বিপণিবিতান নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এখনো নিখোঁজ প্রেসিডেন্ট রাইসি : অনুসন্ধানে ৪০ দল ৫ দফা দাবিতে সারাদেশে পল্লী বিদ্যুৎ সমিতির স্মারকলিপি গাজীপুরে কারখানার ছাদ থেকে পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করুন : বাইডেনকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বগুড়ায় তীব্র লোড শেডিং, ২২ শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ গণ-অর্থায়নের মাধ্যমে যেভাবে এভারেস্টের চূড়ায় বাবর আলী

সকল