১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


মিয়ানমারে বিক্ষোভ

মিয়ানমারে বিক্ষোভ - সংগৃহীত

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের মুক্তির দাবিতে মিয়ানমারে বিক্ষোভ করেছেন শতাধিক তরুণ ও সাংবাদিক। তারা সতর্ক দিয়ে বলেছেন, ২ সাংবাদিককে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হলে তা মিয়ানমারের জনগণের তথ্যের অধিকারের প্রতি হুমকি হয়ে দেখা দিবে। বিক্ষোভকারীরা তাদের স্বাক্ষর কর্মসূচিতে স্লোগান দেন, ‘হত্যা কোনো রাষ্ট্রীয় গোপনীয়তা নয়’, ‘সত্য প্রকাশ করা কোনো অপরাধ নয়’। 

মিয়ানমাররের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের প্রাণকেন্দ্রে শতাধিক কলেজ শিক্ষার্থী শান্তিপূর্ণ অবস্থান নিয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। তাই রয়টার্সের দুই সাংবাদিককে দোষী সাব্যস্ত করে দেওয়া রায়ের নিন্দা জানিয়ে স্লোগান দেন। বিক্ষোভকারীরা সাংবাদিক ওয়া লোন ও কিয়াউ সোয়ে উ’র মুক্তি দাবি সম্বলিত বেলুন উড়ালে সেখানে কয়েকজন পুলিশ উপস্থিত হয়।

গত ৩ সেপ্টেম্বর উপনিবেশিক আমলের দাফতরিক গোপনীয়তা আইনে রয়টার্সের দুই সাংবাদিককে দোষী সাব্যস্ত করা হয়। রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে রায় নিয়ে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা, মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশ্বজুড়ে থাকা মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তারা সবাই দুই সাংবাদিকের মুক্তি দাবি জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement

সকল