২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৪৬০ ছাড়িয়ে গেছে

-

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলের লুম্বক দ্বীপে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৪৬০ ছাড়িয়ে গেছে। ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকারীরা আরো লাশ উদ্ধার করায় প্রাণহানির সংখ্যা বেড়ে গেল।

দুর্যোগ মোকাবেলা সংস্থার এক কর্মকর্তা বৃহস্পতিবার এ কথা জানান। খবর সিনহুয়ার।

গত ৫ আগস্ট লুম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের পরে আরো অসংখ্য বার মৃদু ভূকম্পন অনুভূত হয়। এর এক সপ্তাহ পরে আবার ৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দ্বীপটি।

ভূমিকম্পে ৭ হাজার ৭৭৩ জন আহত হয়েছে। এছাড়া ৭১ হাজার ৯৬২টি ঘরবাড়ি, ৬৭১টি শিক্ষা অবকাঠামো, একটি হাসপাতাল এবং ১১টি ক্লিনিকসহ ৫২টি স্বাস্থ্য অবকাঠামো, ২০টি অফিস ভবন এবং ৬টি ব্রিজ ধসে পড়েছে। ৪ লাখ ১৭ হাজার লোক ঘরবাড়ি ছেড়ে অস্থায়ী কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

সরকারি মুখপাত্র বলেন, ভূমিকম্পের পরে বিভিন্ন স্থানে ভূমিধস হয়েছে।

তিনি বলেন, ভূমিকম্পে ৫০৯.৬ মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে।


আরো সংবাদ



premium cement