২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


কবি জসীম উদদীনের ১২১তম জন্মবার্ষিকী পালিত

কবি জসীম উদদীনের ১২১তম জন্মবার্ষিকী পালিত - ছবি : নয়া দিগন্ত

কবি জসীম উদদীনের ১২১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ফরিদপুরে।

সোমবার (১ জানুয়ারি) সকালে এ উপলক্ষে কবির নিজ বাড়ি ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুরে পারিবারিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের পর দোয়া করা হয়।

পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুয়াশায় আচ্ছন্ন শীতের সকালে কবিভক্তরা সেখানে উপস্থিত হন।

সকাল ৮টার দিকে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়াছিন কবীরের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক অধ্যাপক মো: শাহজাহান, ফরিদপুর সাহিত্য সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, অধ্যাপক এম এ সামাদ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: লিটন আলী, আনছার উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: জাফর শেখ, ফরিদপুর সাহিত্য পরিষদের সম্পাদক সাংবাদিক মফিজ ইমাম মিলন, সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল প্রমুখ উপস্থিত ছিলেন।

১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম নেন কবি জসীম উদদীন। ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।


আরো সংবাদ



premium cement