২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬
`

সোমালিয়ায় আইএস নেতা নিহত, দাবি আমেরিকার

সোমালিয়ায় আইএস নেতা নিহত, দাবি আমেরিকার - ছবি : সংগৃহীত

সোমালিয়ায় মার্কিন বাহিনী স্পেশাল অপারেশন চালিয়ে গুরুত্বপূর্ণ আইএস নেতাকে হত্যা করেছে বলে জানিয়েছে আমেরিকা।

বৃহস্পতিবার আমেরিকা প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ দাবি করে।

তিনি বলেন, দীর্ঘ পরিকল্পনার পর ওই অপারেশন চালানো হয়েছিল। উত্তর সোমালিয়ার একেবারে প্রান্তিক এক অঞ্চলে এই অপারেশন চালানো হয়।

আমেরিকার দাবি, নিহত আইএসের আঞ্চলিক ওই নেতার নাম বিলাল আর সুদানি। তিনি শুধু সোমালিয়া নয়, গোটা এলাকার আইএস সংগঠনকে চালনা করতেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে এই অপারেশন চালানো হয়েছিল।

সূত্রের দাবি, পাহাড়ের গুহায় লুকিয়ে ছিলেন আল সুদানি। মার্কিন বাহিনী সেখানে পৌঁছানোর পর অন্তত ১০ আইএস যোদ্ধার সাথে তাদের তুমুল লড়াই হয়। তাদের সকলকে হত্যা করার পর সুদানিকে হত্যা করা হয়।

আমেরিকা জানিয়েছে, অপারেশনে কোনো সাধারণ মানুষের মৃত্যু হয়নি। কেবলমাত্র একজন মার্কিন সেনা আহত হয়েছেন। তাকে একটি সেনার কুকুর আক্রমণ করেছিল।

কে এই বিলাল আল সুদানি
আমেরিকার দাবি, আইএস সংগঠনে যোগ দেয়ার আগে আল কায়দার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বিলাল। আল শাবাবে যোদ্ধাদের প্রশিক্ষণ এবং যোগদানের দায়িত্ব ছিল তার। পরে আল কায়দা ছেড়ে আইএসে যোগ দেন সুদানি। আফ্রিকা ও আফগানিস্তানের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বেও ছিলেন তিনি। এই গোটা অঞ্চলের অপারেশনের ফান্ড তিনিই জোগাড় করতেন।

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
মিরপুর টেস্টের রোমাঞ্চকর তৃতীয় দিন আজ নাসরাল্লাহর উত্তরসূরি সফিদ্দিন নিহত! তিন সপ্তাহ পর নিশ্চিত করল ইসরাইল মেহেদী হাসান : কমন টিভির সফলতার কারিগর 'দানার' প্রভাব পড়বে বাংলাদেশেও! চীনা প্রেসিডেন্টের সাথে আজই বৈঠকে বসছেন মোদি হিন্দুস্তান টাইমসের বর্ণনায় হাসিনার 'আয়নাঘর' ‘লাদাখ সীমান্তে সমস্যা মিটেছে’, দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতির বার্তা চীনের কমলা ৪৬, ট্রাম্প ৪৩! মার্কিন নির্বাচনে সমীক্ষার ব্যবধান বাড়ল ভিনির হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন রাষ্ট্রপতির পদত্যাগ : ২ দিনের সময় চেয়ে নিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দ্বিতীয়বারের স্বাধীনতা নিয়ে কাউকে ছিনিমিনি করতে দেয়া হবে না : মামুনুল হক

সকল