০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০, ১৫ জিলকদ ১৪৪৪
`

সোমালিয়ায় আইএস নেতা নিহত, দাবি আমেরিকার

সোমালিয়ায় আইএস নেতা নিহত, দাবি আমেরিকার - ছবি : সংগৃহীত

সোমালিয়ায় মার্কিন বাহিনী স্পেশাল অপারেশন চালিয়ে গুরুত্বপূর্ণ আইএস নেতাকে হত্যা করেছে বলে জানিয়েছে আমেরিকা।

বৃহস্পতিবার আমেরিকা প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ দাবি করে।

তিনি বলেন, দীর্ঘ পরিকল্পনার পর ওই অপারেশন চালানো হয়েছিল। উত্তর সোমালিয়ার একেবারে প্রান্তিক এক অঞ্চলে এই অপারেশন চালানো হয়।

আমেরিকার দাবি, নিহত আইএসের আঞ্চলিক ওই নেতার নাম বিলাল আর সুদানি। তিনি শুধু সোমালিয়া নয়, গোটা এলাকার আইএস সংগঠনকে চালনা করতেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে এই অপারেশন চালানো হয়েছিল।

সূত্রের দাবি, পাহাড়ের গুহায় লুকিয়ে ছিলেন আল সুদানি। মার্কিন বাহিনী সেখানে পৌঁছানোর পর অন্তত ১০ আইএস যোদ্ধার সাথে তাদের তুমুল লড়াই হয়। তাদের সকলকে হত্যা করার পর সুদানিকে হত্যা করা হয়।

আমেরিকা জানিয়েছে, অপারেশনে কোনো সাধারণ মানুষের মৃত্যু হয়নি। কেবলমাত্র একজন মার্কিন সেনা আহত হয়েছেন। তাকে একটি সেনার কুকুর আক্রমণ করেছিল।

কে এই বিলাল আল সুদানি
আমেরিকার দাবি, আইএস সংগঠনে যোগ দেয়ার আগে আল কায়দার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বিলাল। আল শাবাবে যোদ্ধাদের প্রশিক্ষণ এবং যোগদানের দায়িত্ব ছিল তার। পরে আল কায়দা ছেড়ে আইএসে যোগ দেন সুদানি। আফ্রিকা ও আফগানিস্তানের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বেও ছিলেন তিনি। এই গোটা অঞ্চলের অপারেশনের ফান্ড তিনিই জোগাড় করতেন।

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ


premium cement
কদমতলীতে ছাদ থেকে পড়ে কেয়ারটেকারের মুত্যু নয়া দিগন্তে প্রকাশের পর রংপুরে অপহৃত কলেজছাত্র টাঙ্গাইল থেকে উদ্ধার মালয়েশিয়া প্রবাসীদের ক্ষোভে পাসপোর্ট সমস্যা সমাধানের আশ্বাস প্রবাসীকল্যাণ মন্ত্রীর তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহ অব্যাহত থাকবে ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু মনপুরায় অপহৃত এসএসসি পরীক্ষার্থীকে মুন্সীগঞ্জ থেকে উদ্ধার রিয়ালের জার্সিতে শেষ ম্যাচ খেললেন বেনজেমা ফুটবলকে বিদায় জানালেন অ্যাটাকিং আইকন ইব্রাহিমোভিচ পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসাছাত্রকে গুলি করে হত্যা চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

সকল