০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


চলন্ত বাস থেকে হেলপারের ধাক্কা, চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যাত্রীর

বাসের চালক ও হেলপারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে বিক্ষুব্ধ জনতা। ইনসেটে নিহত যুবক - ছবি : সংগৃহীত

চলন্ত বাস থেকে হেলপারের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন আবু সায়েম মুরাদ (৩৬) নামের এক যাত্রী। ‘৮ নম্বর’ পরিবহনের একটি বাসে করে মতিঝিল থেকে যাত্রাবাড়ী যাচ্ছিলেন তিনি।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে যুবকের স্বজনরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই বাসের চালক মো: শাহ আলম (৪৫) ও হেলপার মোহনকে (২২) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। পরে ওই বাসে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে।

নিহতের বড় ভাই আবু সাদাত সাহেদ সাংবাদিকদের বলেছেন, ‘আমার ভাই মতিঝিলে একটি বায়িং হাউজে কর্মরত ছিলেন। আজ সন্ধ্যার দিকে তিনি মতিঝিল থেকে ৮ নম্বর যাত্রীবাহী বাসে করে যাত্রাবাড়ীতে বাসার উদ্দেশে রওনা দেন। বাসটি যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে আসামাত্র হেলপার মোহন মিয়া ও চালক শাহ আলম তাকে মারধর করে বাস থেকে ফেলে দেয়। চলন্ত গাড়ির চাকার নিচে তার মাথা পিষ্ট হয়। আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেছেন, ‘আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখা গেছে, গাড়িতে আগুন ধরানো হয়েছে। চালক ও হেলপারকে বেধড়ক পিটুনি দিচ্ছে লোকজন। ওই দুজনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তারা চিকিৎসাধীন আছেন। যাত্রীবাহী বাসটিকে থানায় নেয়া হয়েছে। চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা হবে।’

এদিকে হেলপার মোহনের অভিযোগ, ‘মুরাদের সাথে এক যাত্রীর তর্ক ও ধাক্কাধাক্কি হয়। পরে মুরাদ হেলপারকে মারধর করে বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হন।’

মুরাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।


আরো সংবাদ



premium cement
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নির্বাচন ঘিওরে নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ জিম্বাবুয়েকে লজ্জার রেকর্ডের দিকে ঠেলে দিচ্ছে টাইগাররা জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন : ফারুক আলমডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড নয়টি বাড়ি পুড়ে ছাই গৌরনদীতে আ’লীগের ২ পক্ষের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ রক্তাক্ত জখম ৫ টাঙ্গাইলে তৃষ্ণার্ত মানুষের পাশে সোনালি সূর্য শুরুতেই উইকেটের দেখা পেল বাংলাদেশ নারী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ : যা বললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল মিয়ানমারের পুরুষদের বিদেশে কাজের আবেদন নিষিদ্ধ করল জান্তা সরকার তানজিদ-সাইফুদ্দীনকে নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ

সকল