২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


রাজধানীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোর নিহত

-

রাজধানীর মুগদায় শুক্রবার রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে।

নিহত মোঃ হাসান (১৮) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভাঁড়ারা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে এবং ঢাকার একটি প্রেসের প্রিন্টিং কর্মচারী ছিল।

মুগদার মান্ডা এলাকায় বিকেলে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টায় হাসানকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া আরও জানান, নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে বেলাল নামে এক কিশোরকে (১৮) হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে। তার শরীরেও ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এছাড়া, উভয়পক্ষের বেশ কয়েকজন কিশোর-যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আটক বেলাল দাবি করেছেন, সাগর ও চানমনিসহ ৭/৮ জন কিশোর হাসানকে ছুরিকাঘাত করে। হাসান বয়সে তাদের ছোট।

তবে আটক সাগরের দাবি, বেলাল, আশিক, মেজু রতনসহ বেশ কয়েকজন হাসানকে ছুরিকাঘাত করেছে।

নিহতের বড় ভাই মোঃ হাবিব জানান, ৮/১০ জন মিলে তার ভাই হাসানকে ছুরিকাঘাতে হত্যা করেছে।

পরিবারের সাথে মান্ডার একটি ভাড়া বাড়িতে থাকতেন মোঃ হাসান।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement