১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলকদ ১৪৪৫
`


টঙ্গীতে পোশাকশ্রমিকদের ব্যাপক বিক্ষোভ

-

শিল্প শহর টঙ্গীতে পোশাক শ্রমিকরা ব্যাপক বিক্ষোভ করেছে। হাজার হাজার শ্রমিকের মধ্যে গুটি কয়েক পুলিশ সদস্যকে অসহায়ের মতো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

আজ বুধবার সকাল ৮টায় কর্মঘণ্টা শুরুর আগেই রাস্তায় অবস্থান নেয় কয়েক হাজার শ্রমিক। তারা অন্য সব পোশাক কারখানার শ্রমিকদেরকে কারখানা থেকে বের করে নেয়।

এদিকে, টঙ্গী বিসিক শিল্প এলাকার নর্দান গার্মেন্ট কারখানার শ্রমিকরা আন্দোলনে যোগ না দিয়ে বরং আন্দোলনরত শ্রমিকদের ধাওয়া দিয়ে বিসিক পানির ট্যাংকি পর্যন্ত নিয়ে যায়। এসময় দুই পক্ষের শ্রমিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে টিকতে না পেরে একপর্যায়ে নর্দানের শ্রমিকরা তাদের কারখানায় গিয়ে আশ্রয় নেয়। এসময় বহিরাগত শ্রমিকরা নর্দানে হামলা চালাতে গেলে সেখানকার শ্রমিকরা কারখানার ছাদ থেকে ইটপাটকেল নিক্ষেপ ও বাইরে গরম পানি ছুঁড়তে থাকে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত এভাবে দফায় দফায় সংঘর্ষের একপর্যায়ে নর্দানের শ্রমিকদের গরম পানি ও ইটপাটকেলের রসদ শেষ হয়ে গেলে তারা বিকল্প পথে কারখানা থেকে পালিয়ে যায়। এসময় উত্তেজিত বহিরাগত শ্রমিকরা নর্দানে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে। সেখানে দমকল বাহিনীর গাড়ি যেতেও বাধা দেয় উত্তেজিত শ্রমিকেরা।

এর আগে পাশেই প্যাটিয়ট ইকো অ্যাপারেলস নামের একটি নতুন কারখানায় ব্যাপক ভাংচুর চালায় বহিরাগত শ্রমিকরা। কারখানার প্রধান ফটক ভেঙ্গে ভেতরে ঢুকে ভাংচুরের পর সেখানে একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়। দমকল বাহিনীর কর্মীরা যেতে না পারায় অবশেষে কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


আরো সংবাদ



premium cement
সরকারের পরিবর্তন ঘটলে চোখের জল ফেলার মানুষ খুঁজে পাওয়া যাবে না : গয়েশ্বর চন্দ্র ‘ছেলেকে কখন বুকে জুড়িয়ে নেব, সেই অপেক্ষায় আছি’ জলবায়ু তহবিল বাংলাদেশের ওপর ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে : টিআইবি ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড় হলেন এমবাপ্পে ইউক্রেন সম্মেলনের আগে শলৎসের মুখে শঙ্কা ‘জেনোসাইড জো’ বিক্ষোভের জেরে হারতে চলেছেন বাইডেন! সোসিয়েদাদকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা নেপালের মাকালু পর্বতে ফরাসি পর্বতারোহীর মৃত্যু কাশ্মীরে সংঘর্ষে ৩ জন নিহত চট্টগ্রাম থেকে বিমানের হজ ফ্লাইট শুরু বেতাগীতে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে আ:লীগ নেতা ও চেয়ারম্যানপ্রার্থী এবং তার গাড়ির ড্রাইভার গ্রেফতার

সকল