১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


মালয়েশিয়ায় বৈধ হতে গিয়ে আটক ২৭ বাংলাদেশী

মালয়েশিয়ায় বৈধ হতে গিয়ে আটক ২৭ বাংলাদেশী - ছবি : নয়া দিগন্ত

মালয়েশিয়া বিদেশী শ্রমিক বৈধকরণ প্রক্রিয়া রিক্যালিব্রেশন আট্রিকেল টু পয়েন্ট জিরোর মাধ্যমে চলছে দ্বিতীয় ধাপের বৈধকরণ কার্যক্রম। মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি এই কার্যক্রমের মাধ্যমে বৈধতাগ্রহণ করতে গিয়ে ২৭ জন বাংলাদেশী শ্রমিক গ্রেফতার হলেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ৮টার সময় দেশটির ইমিগ্রেশন বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

তাদের বিরুদ্ধে অভিযোগ তারা পাসপোর্টের তথ্য বেআইনীভাবে সংশোধন ও পরিবর্তন করেছেন। এ সময় যে মালিকের মাধ্যমে বৈধতা গ্রহণ করেছেন ওই স্থানীয় এক নারীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন ইমিগ্রেশন পুলিশ। তার বয়স ৩৯ বছর।

মালয়েশিয়ায় একবার বৈধতা গ্রহণ করার পর পাসপোর্টের যাবতীয় তথ্য ফিঙ্গার প্রিন্টসহ ইমিগ্রেশন সার্ভারে সংরক্ষিত থাকে। দ্বিতীয় বার ফিঙ্গারপ্রিন্ট করলেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে তার যাবতীয় বিস্তারিত তথ্য কম্পিউটার মনিটরে ভেসে আসে। বৈধতা গ্রহণের জন্য দ্বিতীয় বার ফিঙ্গার প্রিন্ট করার পর ইমিগ্রেশনের সার্ভারে তথ্য পাওয়া গেছে। তাতে দেখা যাচ্ছে ওই শ্রমিকরা প্রথমবার বৈধতা গ্রহণের সময় যে পাসপোর্টের জমা দিয়েছেন ওই তথ্যের সাথে নবায়ণ করা নতুন পাসপোর্টের তথ্যে গড়মিল রয়েছে, এটা এক ধরনের জালিয়াতি ও প্রতারণা। মালয়েশিয়ায় অনুমতি ছাড়া আগের পাসপোর্টের কোনো তথ্য সংশোধন বা পরিবর্তন করে নতুন পাসপোর্ট রিনিউ করা যাবে না এবং এ রকম জালিয়াতি করার প্রমাণ পাওয়া গেলে জেল জরিমানা হতে পারে ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ৫১ ধারার অনুচ্ছেদ (৫)-এর (ক) উপধারায় স্থানীয় মালয়েশিয়ান নিয়োগকর্তাকে আটক করা হয়েছে এবং বাংলাদেশী ২৭ শ্রমিককে একই আইনের (খ) উপধারায় আটক করে পরবর্তী পদক্ষেপের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন সেন্টারে রাখা হয়েছে।


আরো সংবাদ



premium cement
মার্কেটিং অফিসার পদে সিটি ব্যাংকে চাকরির সুযোগ নাজিরপুরে জনপ্রিয় হয়ে উঠেছে লিচু চাষ অগ্রাধিকার পাবে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা ও আঞ্চলিক নিরাপত্তা ‘ইসরাইলকে ফিলিস্তিন থেকে বের করে দাও’ সৌদি গেলেন ২৮৭৬০ হজযাত্রী, আরো একজনের মৃত্যু এভারেস্ট জয় করলেন বাবর আলী বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা অপরাজেয় থেকেই বুন্দেসলিগার শিরোপা বুঝে নিল লেভারকুসেন যুদ্ধের সময় নিখোঁজ হাজার হাজার মানুষের ভাগ্য সম্পর্কে শ্রীলঙ্কাকে স্পষ্ট জানাতে হবে : জাতিসঙ্ঘ অনুমোদন ছাড়া কিভাবে ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রি করছিল কোম্পানিগুলো সরকারি কেন্দ্রে কৃষকেরা ধান বেচতে পারে না, লাভ খাচ্ছে দালালরা

সকল