‘এপিএসএ’র নির্বাচনে এক্সিকিউটিভ কমিটির সদস্য হলেন কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ নভেম্বর ২০২২, ২১:৫৫

এশিয়া অ্যান্ড প্যাসিফিক সীড এসোসিয়েশনের (এপিএসএ) নির্বাচনে সর্বোচ্চ ভোটে এক্সিকিউটিভ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল।
বৃহস্পতিবার থাইল্যান্ডে সেন্ট্রাল ওয়ার্ল্ড কনভেনশন হলে সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সবচেয়ে বেশি ভোট পান ড. আলী আফজাল।
নির্বাচিত হওয়ার পর ‘এপিএসএ’র নবনির্বাচিত এক্সিকিউটিভ সদস্য ড. আলী আফজাল বলেন, এটি বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। আমি ‘এপিএসএ’ আরোপিত সব দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করব এবং বাংলাদেশের বীজ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার চেষ্টা করব।
তাকে বিজয়ী করায় সংগঠনের সদস্য, বিদেশী বীজ পার্টনার ও সব শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. আলী আফজাল।
ড. আলী আফজাল বাংলাদেশ কৃষিবিদ গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, যেখানে প্রায় ৩৩টি সিস্টার কোম্পানি রয়েছে। তার নেতৃত্বগুণে কৃষিবিদ গ্রুপ বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি বিষয়ক কোম্পানিতে পরিণত হয়েছে। তিনি বাংলাদেশ সীড এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আর ‘এপিএসএ’ হলো- সারা বিশ্ব ও বিশেষকরে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বীজ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ বিষয়াদি নিয়ে কাজ করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা