০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


কর্ণফুলীর বড় উঠানে কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

-

কর্ণফুলী উপজেলা, বড়উঠান মৌলভীবাড়িতে ‘সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশনের’ ব্যবস্থাপনায় সম্প্রতি তৃতীয়বারের মতো পবিত্র মাহে রমজান উপলক্ষে কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খানের সভাপতিতে ও মিনহাজ উদ্দিন খানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ মনিরুজামান বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মো: খোরশেদুল আলম খান, সমাজসেবক মোছলেহ উদ্দিন খান এমদাদ ও মো: মেজবাহ উদ্দিন খান। এ ছাড়া উপস্থিত ছিলেন মো: গোলাম ফারুক, মো: রেজাউল হক খান, মো: জিয়াউল হক খান, সাজ্জাদ হোসেন খান সুমন, সাইফুল্লা খান, মাওলানা নেজাম উদ্দিন খান, মেহরাফ হোসেন খান, মো: ইদ্রীস খান, মো: মিজানুল হক খান, মফিজুর রহমান চৌধুরী, লিয়াকত হোসেন খান খোকন, এহতেশামুল হক খান, মাইমুনুল ইমলাম খান, তৌফিক আহসান বায়জীদ, কলিমুল্লা খান, মো: দিদার, মো: সরওয়ার, মো: সামি, মো: রাব্বি, মো: সোহেব, জুনায়েদ, মো: ময়নু, মো: সোহেল, জিহান, রাকিব, অসিউর রহমান, করিম, মামুন, ওয়াহিদ, মো: সাইফু, এজাজ, মো: মুরশেদ। বিচারক হিসেবে প্রতিযোগিতার দায়িত্ব পালন করেন মাওলানা মো: সরওয়ার আলম আলক্বাদেরী, মাওলানা মো: মনছুরুলহক খান, হাফেজ মো: তনজির হোসাইন, মাওলানা মো: ইছাক, হাফেজ মো: ফজলুর রহমান খান। কুরআন তিলাওয়াতে প্রথম স্থান মো: জিহান, দ্বিতীয় স্থান মো: সাজ্জাত আলম, তৃতীয় স্থান মো: ইমান উদ্দিন ও মো: সাজেদ উল্লাহ সায়েম; হামদ-নাতে প্রথম স্থান মো: রবিউল মুস্তাফা, দ্বিতীয় স্থান মো: সাজ্জাত আলম, তৃতীয় স্থান মো: খোরশেদ আলম; আজান-এ প্রথম স্থান মো: খোরশেদ আলম, দ্বিতীয় স্থান মো: জিহান, তৃতীয় স্থান মো: হাসনাইন মুস্তাক এবং মো: মহিউদ্দিন খান মোস্তাকিম একমাত্র প্রতিবন্ধী কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চতুর্থ স্থান অধিকার করেন। পুরস্কার বিতরণ শেষে ইফতার মাহফিলে সকল মানব জাতির মঙ্গল এবং কল্যাণের জন্য মুনাজাতের মাধ্যমে শেষ হয়।

 


আরো সংবাদ



premium cement
সুন্দরবনে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শায়েস্তাগঞ্জে সাবেক সেনা সদস্য ট্রাকচাপায় নিহত ইসরাইল-গাজা যুদ্ধবিরতি আলোচনা নিয়ে কায়রোতে জোরদার প্রচেষ্টা ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ২৫ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী আটক গাজীপুরে তুলার গুদামে আগুন স্টপেজের দাবিতে ফরিদপুরে প্রথম দিনই ট্রেনের গতিরোধ সন্দেশখালির ধর্ষণের অভিযোগ সাজানো, বিজেপি নেতার ভিডিওতে তোলপাড় খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় পূর্ব আফ্রিকায় মানবিক সঙ্কটের অবনতির হুমকি স্বরূপ এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

সকল