২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


সিআইইউতে টেক ফেস্ট অনুষ্ঠিত

-

প্রজেক্ট কমপিটিশান, হাড্ডাহাড্ডি লড়াই আর সেমিনার আয়োজনের মধ্য দিয়ে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হয়েছে টেক ফেস্ট ২০১৯। সম্প্রতি নগরের জামালখানের সিআইইউ ক্যাম্পাসে স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে চট্টগ্রামের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। বেলুন উড়িয়ে টেক ফেস্টের উদ্বোধন করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তৌহিদ সামাদ। তিনি বলেন, চমৎকার এই আয়োজনে খুদে শিক্ষার্থীদের প্রজেক্ট নিয়ে হাজির হওয়ার চিত্র দেখে আমি মুগ্ধ। আগামী দিনে তাদের হাত ধরেই প্রযুক্তির বিকাশ ঘটবে এমনটাই চাওয়া আমার। অনুষ্ঠানে ভিসি অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মো: রেজাউল হক খান, অ্যাসোসিয়েট প্রফেসর ড. আসিফ ইকবাল প্রমুখ। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের শুরুতেই সকালে ছিল প্রজেক্ট শো। এতে সেরা প্রজেক্টের জন্য তিনটি দলকে পুরস্কার প্রদান করা হয়। পরে বিকেলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তার বক্তব্য দেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিনিকস ইঞ্জিনিয়ার্সের (আইট্রিপলই নামে পরিচিত) বাংলাদেশ শাখার সভাপতি ও বুয়েটের শিক্ষক অধ্যাপক ড. সেলিয়া শাহানাজ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি (টেকনিক্যাল) অধ্যাপক ড. এম মশিউল হক প্রমুখ উপস্থিত ছিলেন। তারা এই আইট্রিপলইয়ের সাথে যুক্ত হওয়ায় সিআইইউকে অভিনন্দন জানান। একই সাথে বৈদ্যুতিক, ইলেকট্রনিক, টেলিযোগাযোগ, কম্পিউটার ও প্রযুক্তিগত অগ্রগতিতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাফল্য বয়ে আনবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিআইইউর ট্রাস্টি মো: আমিনুজ্জমান ভূঁইয়া, প্রকৌশলী আলী আহমেদ, এ এইচ এম চৌধুরী, সৈয়দ মাহমুদুল হক, এ কাইয়ুম খান, ইসমাইল দোভাষ প্রমুখ।


আরো সংবাদ



premium cement
ফের ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি ম্যানসিটির টানা চতুর্থ শিরোপা কেএনএফের তৎপরতার প্রতিবাদে বান্দবানে মানববন্ধন তাপপ্রবাহের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের জন্য নতুন নির্দেশনা ‘ভুয়া তথ্য’ ছড়িয়ে কিরগিজস্তানে বিদেশী শিক্ষার্থীদের ওপর হামলা রংপুরে হুমকি দাতা ইউপি মেম্বারকে তলব করল রিটার্নিং কর্মকর্তা রোহিঙ্গা গ্রামে আরাকান আর্মির হামলা ও অগ্নিসংযোগ মিরপুরে ব্যাটারি চালিত রিক্সাচালক ও পুলিশ সংঘর্ষ : আহত অর্ধশত লজ্জাহীনতার বার্তা শিশুদের মনে দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার গুরুতর আঞ্চলিক সঙ্কটে পরিণত হয়েছে রোহিঙ্গা সমস্যা : পররাষ্ট্রমন্ত্রী

সকল