২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


শেষ হলো ইডিইউ বিজনেস উইক

-

দিনব্যাপী বিজনেস ফেয়ারের মধ্য দিয়ে শেষ হলো ‘ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি বিজনেস উইক-২০১৮’। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে ইডিইউ বিজনেস কাব বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন ছিল। বিজনেস কাবকে ধন্যবাদ জানিয়ে ভিসি বলেন, প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধাকে শাণিত করে। বিভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতাগুলো মেধাবীদের নতুন নতুন চিন্তাধারা তুলে আনতে সক্ষম। এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, নতুন কিছু করে দেখাতে চাওয়া তরুণদের জন্য ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি একটি প্লাটফর্ম। উদ্ভাবনী ক্ষমতাই বিশ্বের চালিকাশক্তি। ইডিইউ তরুণদের এ ক্ষমতাকে তুলে আনা ও কাজে লাগানোর লক্ষ্যে কাজ করে চলেছে। বিজনেস উইক উপলক্ষে বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়া তরুণ উদ্যোক্তাদের জন্য বিজনেস ফেয়ার, বিজনেস প্ল্যান, বিজনেস কেইস, স্টোরিবোর্ড অ্যান্ড অ্যাড মেকিং, বিজনেস কুইজ এবং বিজনেস আইডিয়াÑ এই ছয় ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এগুলোর মধ্যে বিজনেস কেইস কম্পিটিশনে প্রথম হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিজনেস প্ল্যানে প্রথম হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিম বুস্টার, স্টোরিবোর্ড অ্যান্ড অ্যাড মেকিংয়ে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির টিম ইন্ডিগো, বিজনেস কুইজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ, বিজনেস আইডিয়া কন্টেস্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাপটপ চাই এবং বিজনেস ফেয়ার কম্পিটিশনে বিজিএমইএ প্রথম হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজনেস কাবের উপদেষ্টা অধ্যাপক তোফাতুন নেসা চৌধুরী। স্কুল অব বিজনেসের ডিন ড. মোহাম্মদ রকিবুল কবিরের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন পাঠাওয়ের চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল ম্যানেজার ইশফাক চৌধুরী, মুসকানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাহতাব উদ্দিন। এ ছাড়া বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সামস-উদ-দোহা, রেজিস্ট্রার সজল কান্তি বড়–য়া, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
ফের ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি ম্যানসিটির টানা চতুর্থ শিরোপা কেএনএফের তৎপরতার প্রতিবাদে বান্দবানে মানববন্ধন তাপপ্রবাহের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের জন্য নতুন নির্দেশনা ‘ভুয়া তথ্য’ ছড়িয়ে কিরগিজস্তানে বিদেশী শিক্ষার্থীদের ওপর হামলা রংপুরে হুমকি দাতা ইউপি মেম্বারকে তলব করল রিটার্নিং কর্মকর্তা রোহিঙ্গা গ্রামে আরাকান আর্মির হামলা ও অগ্নিসংযোগ মিরপুরে ব্যাটারি চালিত রিক্সাচালক ও পুলিশ সংঘর্ষ : আহত অর্ধশত লজ্জাহীনতার বার্তা শিশুদের মনে দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার গুরুতর আঞ্চলিক সঙ্কটে পরিণত হয়েছে রোহিঙ্গা সমস্যা : পররাষ্ট্রমন্ত্রী

সকল