০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


রানিকে নিয়ে ভুল ট্রাম্পের, মান বাঁচালেন মেলানিয়া

রানিকে নিয়ে ভুল ট্রাম্পের, মান বাঁচালেন মেলানিয়া - সংগৃহীত

নিজেরই দেয়া উপহার। কিন্তু তা বেমালুম ভুলে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটেন সফরে এসে বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতের পর তাকে একটি ঘোড়ার মূর্তি দেখান রানি। কিন্তু সেই মূর্তিটিকে চিনতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। তাকে ইতস্তত করতে দেখে এগিয়ে আসেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মনে করিয়ে দেন, প্রায় এক বছর আগে রানিকে এই মূর্তিটি উপহার দিয়েছিলেন খোদ ট্রাম্পই।

সংবাদমাধ্যম সূত্রে খবর, বছরখানেক আগে, ২০১৮ সালের জুলাই মাসে উইন্ডসর প্রাসাদে এসে এই ঘোড়ার মূর্তিটি রানিকে উপহার দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এদিন তাকে প্রাসাদ ঘুরে দেখানোর সময় যখন সেই মূর্তিটি দেখিয়ে জানতে চাওয়া হয়, তিনি সেটিকে চিনতে পেরেছেন কি না, জবাবে সটান ‘না’ বলে দেন ট্রাম্প। আর স্বামীর জবাব শুনেই তড়িঘড়ি আসরে নামেন মেলানিয়া। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা এই মূর্তিটি রানিকে উপহার দিয়েছিলাম।’

ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্পকে মার্কিন চিত্রশিল্পীদের আঁকা বিভিন্ন ছবির গ্যালারি ঘুরিয়ে দেখান ৯৩ বছর বয়সি রানি। ফ্রান্সের হামলার পরে মার্কিন জেনারেলকে পাঠানো রাজা ষষ্ঠ জর্জের টেলিগ্রাম সহ বিভিন্ন জিনিসও ট্রাম্প দম্পতিকে দেখান তিনি। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পকে ১৯৫৯ সালে উইনস্টন চার্চিলের লেখা ‘দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার’-এর একটি প্রথম সংস্করণ ও বিশেষভাবে রাজার জন্য তৈরি তিনটি ডুয়োফোল্ড পেনের একটি সেটও উপহার দেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তিন দিনের সফরে ব্রিটেনে এসেছেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ব্রিটেন সফর প্রসঙ্গে ট্রাম্প জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক যথেষ্ট মজবুত। পাশাপাশি, দুই দেশের একটি বড়মাপের বাণিজ্য চুক্তি হতে চলেছে বলেও ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, ডোনাল্ড ট্রাম্পের এই ঘটনা সামনে আসতেই হাসির ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ট্যুইটারে একজন লিখেছেন, ‘ঘটনাটি সারা পৃথিবীজুড়ে সমস্ত বিবাহিত দম্পতির মতোই। স্ত্রীরা উপহার কেনেন। দু’জনে মিলে তা উপহার দেন। কিন্তু স্বামীরা সেদিকে মন দেন না। আমার মনে হয়, সমস্ত বিবাহিত দম্পতিই একথা জানেন।’


আরো সংবাদ



premium cement