২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ট্রাম্পের সহযোগী এফবিআই’র হাতে গ্রেফতার

রজার স্টোন - ছবি : সংগ্রহ

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের আলামত ধ্বংস ও অন্যান্য গুরুতর অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী রজার স্টোনকে গ্রেফতার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। শুক্রবার ফ্লোরিডা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্ত, কংগ্রেসে মিথ্যা স্বাক্ষ্যদান, সরকারি কাজে বাধা সৃষ্টি, ও প্রত্যক্ষদর্শীর আলামত ধ্বংসের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ২০১৬ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সহযোগিতায় বিরোধী ডেমোক্র্যাট দলীয় কর্মকর্তাদের ই-মেইল হ্যাকিংয়ের ঘটনার সাথে এসব অভিযোগের সংশ্লিষ্টতা রয়েছে।

প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান জন পোডেস্টার ই-মেইল ছিল হ্যাকারদের টার্গেট। এই হ্যাকিংয়ের ব্যাপারে আগে থেকেই জানতেন ট্রাম্পের সহযোগী স্টোন।


আরো সংবাদ



premium cement