২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ট্রাম্প-ন্যান্সি : অন্তরালে যা হচ্ছে

ট্রাম্প-ন্যান্সি - সংগৃহীত

শাটডাউনের জের ধরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির আফগানিস্তান সফর বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ দেশের জন্য গুরুতর এই সময়ে ডেমোক্র্যাট নেতার দেশে থাকা উচিত বলে মনে করছেন তিনি৷

বৃ্হস্পতিবার ন্যান্সি পেলোসির ব্রাসেলস ও আফগানিস্তান সফরে যাওয়ার কথা ছিল৷ এর আগে মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়নে ট্রাম্পের ভাষণ দেওয়া স্থগিতের অনুরোধ করেন ন্যান্সি৷ বিশ্লেষকরা বলছেন, তারই পাল্টা ব্যবস্থা নিলেন ট্রাম্প৷ বছরের শুরুতে কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্টের স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণ দেওয়া এক রকক নিয়মের মধ্যেই পড়ে৷

সরকারি সামরিক বাহিনীর বিমানে সফর কথা ছিল ন্যান্সির৷ শেষ মুহূর্তে ট্রাম্পের নির্দেশে সেই যাত্রা ভণ্ডুল করা হয়৷ হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ হুকাবি স্যান্ডার্স টুইটার বার্তায় পেলোসির সফর নিয়ে ট্রাম্পের নির্দেশনা সম্বলিত চিঠি প্রকাশ করেন৷ সেই চিঠিতে ট্রাম্প বলেন, সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে আলোচনা ও অচলাবস্থা নিরসনে প্রতিনিধি পরিষদের স্পিকারের দেশে থাকাই ভালো হবে৷ তিনি আরো বলেন, যদি একান্তই স্পিকার যেতে চান, তাহলে তিনি বেসামরিক বিমানে ভ্রমণ করতে পারেন৷ সরকারি সামরিক বিমান উড্ডয়নই কেবল স্থগিত করা হয়েছে, পেলোসির যাত্রা নয়৷

এদিকে প্রেসিডেন্টের এই আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন পেলোসির মুখপাত্র ড্রিউ হ্যামিল৷ অপর এক টুইটার বার্তায় তিনি বলেন, এই সফর আফগানিস্তানের উদ্দেশ্যেই ছিল৷ পথে ব্রাসেলসে থামার উদ্দেশ্য ছিল দুটো৷ এক, চালককে বিশ্রাম দেওয়া, দুই, ব্রাসেলসে ন্যাটোর সদর দফতরে যাওয়া, সেখানে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ আস্থা আছে সেটা পুনঃপ্রকাশ করা৷

পরে এক সংবাদ সম্মেলনে ড্রিউ হ্যামিল বলেন, প্রেসিডেন্ট যে অচলাবস্থার কথা বলে পেলোসির সফর বাতিল করলেন, সেই অবস্থা চলাকালে তিনি পুরো দল নিয়ে ইরাক সফর করে এসেছেন৷ একইসঙ্গে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের আয়োজনেও প্রতিনিধি পাঠাচ্ছেন৷ ড্রিউ হ্যামিলের এই সমালোচনার জের ধরে পরে এক বিবৃতিতে দাভোস প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে হোয়াইট হাউস৷

উল্লেখ্য, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জের ধরে চলমান অচলাবস্থার ২৭ দিন কেটে গেছে৷ চলমান শাটডাউনে সরকারি কর্মীদের প্রতি সংহতি প্রকাশ করে বেতন নেননি ১০২ জন কংগ্রেস সদস্য৷ যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম প্রায় ৮ লাখ সরকারি কর্মী এত দীর্ঘ সময় বেতনহীন কাটাচ্ছে৷

মেক্সিকোর সীমান্তে দেয়াল নির্মাণের যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছিলেন তা বাস্তবায়নের অর্থ বরাদ্দ নিয়েই বিবাদের শুরু৷ প্রথমে মেক্সিকো সরকার এই অর্থ দিতে চাইলেও পরে অস্বীকৃতি জানায়৷ ট্রাম্প তার প্রতিশ্রুতি পূরণে কংগ্রেসের কাছে ৫৭০ কোটি ডলার দাবি করেন৷ কিন্তু জনগণের করের টাকায় এই ‘অহেতুক আবদার’ পূরণে অস্বীকৃ্তি জানায় কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট৷

এদিকে ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের তিন চতুর্থাংশ কার্যক্রম পরিচালনার অর্থ বরাদ্দ করা আছে৷ বাকি এক চতুর্থাংশের বাজেট ফুরিয়ে যাওয়ায় অচলাবস্থা ঠেকাতে গত ২১ ডিসেম্বর নতুন অস্থায়ী বাজেট বরাদ্দ ছিল অপরিহার্য৷ সেসময় ট্রাম্প ঘোষণা দেন দেয়াল নির্মাণের বরাদ্দ ছাড়া তিনি কোনো বাজেট বিলে স্বাক্ষর করবেন না৷ দুই পক্ষের অনড় অবস্থানে বাজেট অনুমোদিত না হওয়ায় ডিসেম্বরের ২২ তারিখ থেকে মার্কিন কেন্দ্রীয় সরকারের এক চতুর্থাংশ বিভাগ ও সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে যায়৷


আরো সংবাদ



premium cement
দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু দোয়ারাবাজারে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা : স্বামীর আমৃত্যু কারাদণ্ড

সকল