২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ট্রাম্পের সাথে অনেক কিছুতে একমত হতে পারি না : মেলানিয়া

মিসর সফরে রয়েছেন মেলানিয়া ট্রাম্প - ছবি : সংগ্রহ

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব বিষয়ের সাথে তিনি একমত হতে পারেন না। তার সব কথায় সায়ও দেন না মেলানিয়া। কোন কিছু মনঃপুত না হলে নিজের মতামত প্রকাশ করেন প্রেসিডেন্টের কাছে।

মেলানিয়া ট্রাম্প বলেন, ‘তিনি যেসব টুইট করেন তার সাথে আমি সব সময় একমত নই। সে সব বিষয়ে আমি আমার মতামত ও পরামর্শ দেই। কখনো তিনি আমার পরামর্শ শোনেন, আবার কখনো নয়। কিন্তু তবু আমার নিজস্ব মতামত থাকতেই হবে, আমি সেটা দেই। আমি যা মনে করি সেটার ওপর ভিত্তি করেই মতামত দেই, সেটাই আমার জন্য গুরুত্বপূর্ণ।’

বর্তমানে আফ্রিকা মহাদেশ সফরে রয়েছেন মেলানিয়া ট্রাম্প। সফরের শেষ দিকে মিসরে গিয়ে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। বিবিসি ওয়ার্ল্ডের অনলাইন বিভাগ প্রকাশ করেছে এ বিষয়ক একটি ভিডিও।

গত জানুয়ারিতে আফ্রিকার দেশগুলো নিয়ে ট্রাম্প আপত্তিকর মন্তব্য করেন। ওই মন্তব্যের প্রেক্ষাপটে আফ্রিকা সফরে যান মেলানিয়া। মেলানিয়া জানান, তিনি ট্রাম্পকে সব সময় সৎ মতামত দেন। সৎ পরামর্শ দেন। মার্কিন ফার্স্ট লেডির ভাষ্য, তাঁর দেওয়া মতামত ও পরামর্শ ট্রাম্প কখনো শোনেন। আবার কখনো ট্রাম্প তা শোনেন না।

মার্কিন ফার্স্ট লেডি বলেন, ‘আমি আমার মত তাঁকে (ট্রাম্প) দিই। কিছু ক্ষেত্রে হয়তো আমরা একমত হই না। আমি নির্বাচিত কেউ নই। আর তিনি প্রেসিডেন্ট।’
এসময় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি ব্রেট কাভানার পক্ষে সমর্থনের কথা উল্লেখ করেন মেলানিয়া। সাবেক এই মডেল জানান, ট্রাম্প মনোনীত বিচারপতির প্রতি তারও আস্থা রয়েছে। তিনি যোগ্যতাসম্পন্ন একজন ব্যক্তি।

আরো পড়ুন: বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চমক ওবামার

আগেও বহুবার প্রকাশ্যে স্ত্রীয়ের প্রতি তার অকুণ্ঠ ভালোবাসার কথা জানিয়েছিলেন তিনি। এবার বিবাহবার্ষিকীতে স্ত্রী মিশেলকে হৃদয়গ্রাহী বার্তা দিয়ে ফের একবার নিজের রোমান্টিক সত্তা প্রকাশ করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত বুধবার ছিল বারাক-মিশেলের ২৬তম বিবাহ বার্ষিকী। এই বিশেষ দিনে স্ত্রীকে শুভেচ্ছা জানাতে ট্যুইটারকে মাধ্যম হিসেবে বেছে নেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। মিশেলের একটি সুন্দর ছবি পোস্ট করে ৫৭ বছরের বারাক লেখেন, ‘বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। গত ২৬ বছর ধরে তুমি একজন অসাধারণ সঙ্গী হিসেবে আমার সঙ্গে আছো। তুমি এমন একজন, যে আমাকে হাসাতে পারে, যাঁকে সঙ্গে নিয়ে আমি গোটা পৃথিবী দেখতে চাই।’

সাবেক মার্কিন ফার্স্ট লেডিও কম যান না। উত্তরে তিনি স্বামীকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘গত ২৬ বছর ধরে আমাকে অগাধ ভালোবাসা, বিশ্বাস এবং মর্যাদা দেয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি সেই মানুষটি, যে আমাকে ও আমাদের মেয়েদের সবসময় উৎসাহ এবং সম্মান দিয়ে এসেছে। প্রতিটা দিন আমি তোমার সঙ্গে আছি। তুমিই আমাদের আসল সম্পদ।’

১৯৯১ সালে বাগদান সেরে পরের বছরই অক্টোবরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বারাক ও মিশেল। তাদের দুই মেয়ে রয়েছে — মালিয়া অ্যান ওবামা ও সাশা ওবামা।


আরো সংবাদ



premium cement