০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


ফেলু টি স্টল

-

ইদানীং ফেলুর সংসার কোনো রকম টেনেটুনে চলছে। টাকা-পয়সাও তেমন নেই যে, একটা ভালো একটু ব্যবসা শুরু করবে। অবশেষে ভাবলো বউকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেবে, শ্বশুরবাড়ি থেকে কিছু টাকা পেলে নিজের কিছু টাকা আছে তা দিয়ে একটা চায়ের দোকান দেবে। বউ টাকা নিয়ে এলো নিজের জমানো কিছু টাকা সব মিলে দু-এক দিনের মধ্যে চায়ের দোকানও দিয়ে দিলো। শীতকালের শৈত্যপ্রবাহ বাড়ার সাথে সাথে বেড়ে চলছে চা বিক্রি কিন্তু বউ উঠতে বসতে বাপের বাড়ি থেকে আনা টাকা চায়। ফেলুর মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো। সে মাইকিং করা শুরু করলÑ প্রিয় এলাকাবাসী, একটি আনন্দের সংবাদ। আপনারা ফেলু টি-স্টলে যোগাযোগ করলে খেতে পারবেন সুস্বাদু চা।
তবে জেনে খুশি হবেন প্রথম এককাপ চা মাত্র পাঁচ টাকা, দ্বিতীয় কাপ চা মাত্র তিন টাকা এবং তৃতীয় কাপ চা খেতে পারবেন মাত্র দুই টাকা। এই সুযোগ সীমিত সময়ের জন্য। তবে একটি কথা আপনারা কেউ আগেই তৃতীয় কাপ চা খেতে পারবেন না।
প্রথম কাপ চা খাবেন এবং দ্বিতীয় কাপ চা খাওয়ার পর খেতে পারবেন তৃতীয় কাপ চা মাত্র দুই টাকা। যোগাযোগ করুন ফেলু টি-স্টল। মাইকিং করার পর প্রচুর লোক আসে চা খেতে। সাড়া গ্রামে হইচই পড়ে যায়। সবাই চা খেতে আসে। কয়েক দিনের মধ্যেই ফেলু শ্বশুরবাড়ির টাকা অর্থাৎ বউয়ের বাপের বাড়ি থেকে আনা টাকা শোধ করে দেয়। একদিন পাশের গ্রামের এক মাস্টার আসেন ফেলুর টি-স্টলে। চা খেয়ে খুব প্রশংসা করেন। যাওয়ার সময় বলেন, ফেলু একটা কথা বলতাম।
স্যার কন, কী কইবেন?
আচ্ছা তুমি তিন কাপ চা দশ টাকায় বিক্রি করো তোমার লাভ কি?
স্যার আগে কেউ কেউ এককাপ চা তিন টাকায় খেয়ে আর একটা বিস্কুট খায়। ধরেন সাত আট টাকা খায়। আর মাইকিং করার পর এখন প্রথম কাপ চা পাঁচ টাকায় খাওয়ার পর ভাবে পাঁচ টাকায় এককাপ চা খাইলাম আর দুই টাকায় এককাপ খামু না? এই দুই টাকার চা খেতে গিয়ে দ্বিতীয় কাপ চাটাও খেতে হয়। তারপর তৃতীয় কাপ। মোট দশ টাকা আর বিস্কুট মিলে পনেরো টাকা এই নিয়ে ভালোই বিক্রি চলছে।
মাস্টার মুচকি হেসে বললেন, বাহ্ ফেলু বাহ্ তোমার বুদ্ধি আছে। হ

 

 


আরো সংবাদ



premium cement
গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় পূর্ব আফ্রিকায় মানবিক সঙ্কটের অবনতির হুমকি স্বরূপ এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ-মিসরের আলোচনা দুই অঞ্চলে ঝড়ের আভাস আ’লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের খারকিভ-নিপ্রো অঞ্চলে আহত ৬ যুদ্ধবিরতি : নিজেদের অবস্থান পরিষ্কার করল হামাস কাশ্মিরে ভারতীয় বিমানবাহিনীর গাড়িতে হামলা, হতাহত ৫ সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলল সেদিন কেন এমন করেছিলেন শাহরুখ!

সকল