২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সিলেট বোর্ডে এবার পরীক্ষার্থী বেড়েছে ২ হাজার ৮৯৫ জন

- ছবি: সংগৃহীত

এবারের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে গতবারের চেয়ে ২ হাজার ৮৯৫ জন শিক্ষার্থী বেড়েছে। এর মধ্যে ছাত্রী বেড়েছে ২ হাজার ১৪০ জন। আর ছাত্র বেড়েছে মাত্র ৭৫৫ জন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৩৬৭ জন। এর মধ্যে ছাত্র ৪৯ হাজার ৯৪৮ জন এবং ছাত্রী ৬৬ হাজার ৪১৯ জন। গতবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৩ হাজার ৪৭২ জন। কেবল পরীক্ষার্থী নয় এবার বেড়েছে ১৬টি বিদ্যালয় এবং ১৫টি পরীক্ষা কেন্দ্র। আগামী ৩ ফেব্রুয়ারি সোমবার থেকে সারাদেশের ন্যায় সিলেট বিভাগের ৪ জেলার ১৪৬ কেন্দ্রে ৯১২টি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

সিলেট জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৩ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১৮ হাজার ৮৪৬ জন ও ২৪ হাজার ৮৮০ জন ছাত্রী। হবিগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থী ২৩ হাজার ২১৯ জন। এর মধ্যে ৯ হাজার ৯১৯ জন ছাত্র ও ১৩ হাজার ২২৮ জন ছাত্রী। মৌলভীবাজার জেলায় মোট পরীক্ষার্থী ২৪ হাজার ৪৪৭ জন। এর মধ্যে ছাত্র ৯ হাজার ৯০৪ জন ও ১৪ হাজার ৫৪৩ জন ছাত্রী। সুনামগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থী ২৪ হাজার ৯৭৫ জন। এর মধ্যে ছাত্র ১১ হাজার ২০৭ জন এবং ছাত্রী ১৩ হাজার ৭৬৪ জন


আরো সংবাদ



premium cement

সকল