২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সিলেটে স্কুল থেকে দুই ছাত্রীর পলায়ন, ফাঁদ পেতে ঢাকায় উদ্ধার

-

সিলেট নগরী থেকে সোমবার স্বেচ্ছায় পালিয়ে যাওয়া নবম শ্রেণির দুই স্কুল ছাত্রীকে নানা কৌশলে পরদিন উদ্ধার করতে সক্ষম হয়েছে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ। ঢাকার তেজগাঁও থেকে তাদের উদ্ধার করে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

জানা গেছে, গত সোমবার প্রতিদিনের মতো স্কুলে যেতে বাসা থেকে বের হয় নবম শ্রেণির দুই ছাত্রী। স্কুল ছুটির পর তারা বাসায় ফিরেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে উভয় ছাত্রীর অভিভাবক কোতোয়ালি থানায় এসে সাধারণ ডায়রি করেন। ঘটনাটি থানার সহকারী পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তীকে অবহিত করা হলে তিনি নিজেই তদন্তে নামেন। দু'জন ছাত্রীর মধ্যে ১জন বাসায় ১টি চিঠি লিখে চলে যায়। চিঠিতে তাদের পারিবারিকভাবে শাসনের বিষয়টি উল্লেখ করে। তারা দু'জন একসাথে যাচ্ছে, কাউকে চিন্তা না করতে লিখে যায়। যাওয়ার সময় একজন ছাত্রী তার মোবাইল সেট নিয়ে গেলেও তা বন্ধ থাকে। মঙ্গলবার এক ছাত্রী তাদের এক বন্ধুকে ফোন দেয়। সেই বন্ধুকে খুঁজে বের করে পুলিশ। তাকে এনে তার মোবাইল কললিস্ট বের করে জানা যায়, দুই ছাত্রী ঢাকার তেজগাঁও থানার তেজতুরী বাজার এলাকায় রয়েছে। তারা বাড়ীতে আসার জন্য ৫টি শর্ত দিলে সহকারী পুুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী নিজে উকিল সেজে সব শর্ত পূরণ করার আশ্বাস দেন।

মঙ্গলবার রাত অনুমান ৯টায় ফিরে আসার কথা বললেও তারা আবার আত্মগোপন করে। তখন সহকারী পুুলিশ কমিশনার নতুন ফাঁদ পেতে বিকাশে টাকা দেয়ার প্রস্তাব দেন তাদের দু'জনকে। রাত ১০টায় বিকাশে ১৪ হাজার টাকা পাঠানোর জন্য তারা একটি বিকাশ নাম্বার দেয়। বিকাশ নাম্বার পেয়েই তিনি বিকাশের এজেন্ট এর ঠিকানা সংগ্রহ করেন এবং তাদেরকে ওই এজেন্ট থেকে টাকা আনতে বলেন। এরই মধ্যে তেজগাঁও থানার পুলিশকে বিকাশ এজেন্টের ঠিকানায় পাঠিয়ে দেয়া হয়। বিকাশের টাকা আনতে এজেন্টের কাছে যাওয়া মাত্রই ছাত্রী দু'জনকে আটক করে তেজগাঁও থানা পুলিশ। রাতেই এসআই দেবাশীষের নেতৃত্বে পুলিশের একটি দল তেজগাঁও থানা থেকে ছাত্রী দু’জনকে নিয়ে আসেন সিলেট কোতোয়ালি থানায়। পরে তাদেরকে পরিবারের জিম্মায় দেয়া হয়।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

সকল