২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ঈদের ছুটিতে গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের স্মরণকালের সমাগম

সিলেটের রাতারগুল সোয়াম ফরেস্টে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক - ছবি : নয়া দিগন্ত

ঈদ মানেই আনন্দ। ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে ভ্রমণ পিয়াসী মানুষ খোঁজে পর্যটনের জন্য সুন্দর, মনোরম ও নিরাপদ স্থান। ঈদের ছুটিতে প্রতি বছর পর্যটকদের ঢল নামে গোয়াইনঘাটের প্রত্যেকটি পর্যটন কেন্দ্রে। এক সময় এখানকার পর্যটন কেবল জাফলং কেন্দ্রীক ছিল। কিন্তু অল্প কয়েক বছরে গোয়াইনঘাটে আরো ৫/৬ টি পর্যটন কেন্দ্র আবিষ্কৃত হওয়ায় দেশের পর্যটকদের দৃষ্টি এখন গোয়াইনঘাটের দিকে।

ভারতের মেঘালয় এবং সিলেটের জৈন্তিয়ার পাদদেশে গোয়াইনঘাট এমন একটি উপজেলা যার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে দর্শনীয় স্থান। দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকবৃন্ধ সিলেট শহরে পৌছে প্রথমে দরগাহে হযরত শাহজালাল (রঃ) ও শাহপরান (রঃ) এর মাজার শরিফ জিয়ারত করে পথ ধরেন প্রকৃতি কন্যা জাফলংয়ের উদ্দেশ্যে। শাহপরান গেইট পার হয়ে কিছুদূর যাবার পর জালালাবাদ সেনানিবাস ও সিলেট গ্যাস ফিল্ডস লিঃ। শাহপরান গেইট থেকে হরিপুর পর্যন্ত গাড়িতে বসে বসে মহাসড়কের দু-ধারে সবুজ অরণ্য আর ছোট ছোট পাহাড় দেখে হৃদয়ে ভাল লাগার অনুভুতির উদ্রেক হয়। তখন মনে হয় ধিরে ধিরে যেন হারিয়ে যাচ্ছেন অচেনা কোন রূপকথার রাজ্যে। হরিপুর অতিক্রম করার পর, সাপের মতো আকা বাকা পিচ ঢালা পথ ধরে ক্ষেপা নদী ও মেধল হাওরসহ অন্যান্য হাওর অঞ্চলের মধ্য দিয়ে চলার পথে মন হারিয়ে যায় দূরে বিলের জলে মিশে যাওয়া নীলাভ ওড়না জড়ানো আকাশের পানে। সারিঘাট পৌছানোর পর দেখা মিলবে বাংলার নীলনদ খ্যাত পাহাড়ী নদী সারীর সাথে। যে নদীর পানির স্রোত কখনো উজানে আবার কখনো বা ভাটির টানে চলে। নদীর একপাশে পানির রঙ আসমানী অন্য পাশে ধবল। নদীর মাঝে মাঝে ছোট্ট দীপের মতো ভেসে থাকা হাজার বছরের পুরনো শিলা।

নদীর বাংলাদেশ সীমান্তে লালাখালে পর্যটকদের জন্য রয়েছে বিলাস বহুল নাজিম গড় রিসোর্ট। এসব দেখতে দেখতে একসময় গাড়ি পৌঁছে যাবে জাফলং পর্যটন এলাকায়। সেখানে জৈন্তাহিল রিসোর্টসহ পর্যটকদের থাকা ও খাওয়ার জন্য রয়েছে বেশ কিছু হোটেল, মোটেল ও রেস্টুরেন্ট। এখানে কোন পান্থশালায় বিশ্রাম নিয়ে যেতে পারেন জাফলং জিরো পয়েন্টে। জিরো পয়েন্টে প্রতিদিন ঢল নামে দেশ-বিদেশী পর্যটকদের। জিরো পয়েন্টে ঝুলন্ত ব্রিজের নিচে নানা রঙের পাথরে চিকচিক করা স্বচ্চ ও স্নিœগ্ধ জলে রাজ হংসের ন্যায় গা ভাসাতে থাকেন পর্যটকরা। সেখানে একই স্থানে বাংলাদেশ ও ভারতের পর্যটকদের মিলেমিশে আনন্দ করতে দেখা যায়। এর পর যেতে পারেন জিরো পয়েন্টের প্রায় ৫০ গজ পশ্চিমে খাসিয়া জৈন্তিয়া পাহাড়ের গায়ে রিমঝিম ছন্দে বহমান মায়াবী ঝর্ণায়। বিশাল এ ঝর্ণায় জলকেলিতে যুবক, যুবতী ও নানা বয়সীদের দেখা যায়। তার পর আদিবাসী খাসিয়াদের বসতি সংগ্রাম পুঞ্জি, নকশিয়ার পুঞ্জি ও লামা পুঞ্জি।

পুঞ্জিতে মাঁচার উপর খাসিয়াদের ঘর ও পানসুপারি বাগান দেখে পৌছে যাবেন বিশ্বের সর্ববৃহত সমতল চা উৎপাদক জাফলং চা-বাগানে। তারপর জাফলংয়ে পান্থশালায় ফিরে গিয়ে বিশ্রাম নেওয়া এবং কেনাকাটা করতে পারেন। গোধুলী লগ্নে জাফলং ভিউ রেষ্টুরেন্টসহ আশপাশ এলাকায় উপভোগ করা যায় বৈকালী পাহাড়ী সমীরণ। পরদিন পান্থশালা থেকে বের হয়ে পাহাড়ের বুকে ছোট বড় অসংখ্য ঝর্ণা দেখে দেখে যেতে পারেন সাত পাহাড়ের গহিনে পাথরের উপর জলের নৃত্য উপভোগ করতে বিছনাকান্দির উদ্দেশ্যে। বিছনাকান্দি যাবার পথে দেখে যেতে পারেন দেশের ১১’শ ৬০ একর জমি নিয়ে বিস্তৃত দেশের সর্ববৃহত জলারবন ‘মায়াবন’। সারিঘাট থেকে বিছনাকান্দির পথে ৮ কিলোমিটার অতিক্রম করার পর দেখা মিলবে লেকের ন্যায় মনোরম ও দৃষ্টিনন্দন বেখরা খাল। বেখরা খাল ধরে পানসি নৌকায় চড়ে ৫ মিনিট সামনে এগোলেই পৌছে যাবেন মায়াবনে। ছোট ডিঙ্গি নৌকায় বৈঠা বেয়ে বনের ভেতরে যেতেই কানে আসবে পাখপাখালির কল-কাকলি, জলের কলকল শব্দ। এখানে আছে মাছরাঙ্গা, বিভিন্ন প্রজাতির বক, ঘুঘু, ফিঙ্গে, বালিহাস, টুনটুনি, পানকৌড়িসহ নানা প্রজাতির পাখি। বন্য প্রাণির মধ্যে আছে উদবিড়াল, কাঠবিড়ালি, শিয়াল, ইত্যাদি। বিভিন্ন প্রজাতির গুইসাপ, নানা ধরণের সাপের অভয়াশ্রমও এই বনে রয়েছে। মায়াবনের সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই নিঃশব্দে যেতে হবে। কোন রকম শোর-গোল, চিৎকার, চেচামেচি করলে এর প্রকৃত সোন্দর্য কোন ভাবেই উপভোগ হবে না। নিরবে ঘুরলে বনে ঘুঘু, ডাহুক কুহুতান ও নানা রকম বন্য প্রাণির সাক্ষাৎ মেলে। পানসিতে চড়ে মায়াবনে ঘুরে ঘুরে জলের তলে হিজল তমালের মায়াময় নৃত্য দেখে হৃদয়ে মায়াবী আবেগের সৃষ্টি হয়। গভীর এ অরণ্যে ভ্রমণ করতে করতে এক সময় দেথা পাবেন নানা রঙের শাপলা ও জলফুলে ভরা বিশাল  জলের ভান্ডার কুরুন্ডি বিল। মায়াবন ভ্রমণের পর ফের গাড়িতে চেপে রওয়ানা দিতে পারেন বিছনাকান্দির উদ্দেশে। একই রাস্তা দিয়ে গোয়াইনঘাট হয়ে বিছনা কান্দির উদ্যেশে যাত্রা। সেখাখে পীরেরবাজার, লামাবাজার ও হাদারপারবাজার ৩টির যেকোন স্থানে নামতে পারেন। সেখান থেকে ইঞ্জিন চালিত ছোটবড় নৌকা দিয়ে মিনিটি ২০/২৫ এর মধ্যে পৌছে যাবেন সাত পাহাড়ের মিলন মেলা বিছনাকান্দিতে। এবার ফেরার পথে বাংলার ২ য় সুন্দরবন না দেখলেত নয়।

Gowainghat-2

ফিরে আসেন গোয়াইনঘাট, একটু সামনে এসে হাতিরপাড়া-মানিকগঞ্জ সড়ক দিয়ে প্রবেশ করুন রাতারগুলের তীরবর্তী ফতেপুরের চৌমুহনীতে। একটু সামনে গিয়ে রাতারগুলঘাট থেকে নৌকাযুগে পৌছে যান স্বপ্নের সুন্দরবন রাতারগুল। এসব পর্যটনকেন্দ্রে দিনে দিনে পর্যটক সমাগম বৃদ্ধি হচ্ছে। এতে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন দর্শনীয় স্থান সংরক্ষণ ও ঈদ উপলক্ষে পর্যটকদের নিরাপত্তায় যথাযথ ব্যাবস্থা গ্রহণ করেছে।পর্যটকদেও নিরাপত্তায় প্রত্যেক পর্যটন কেন্দ্রে আইন শৃংখলা বাহিনীর পর্যাপ্ত সদস্য নিয়োজিত রয়েছেন।

সরজমিন রাতারগুলে গিয়ে দেখা যায় বিভিন্ন  বয়সের নারী পুরুষ, যুবক যুবতীরা এসে নৌকাযুগে মনের আনন্দে বনের ভিতরে ঘুরে বেড়াচ্ছেন। কোন বাধাঁ না থাকলে সেখানে তার দিনাতিপাত করতেন।সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে পর্যটন কেন্দ্র ত্যাগ করা শুরু করেন ভ্রমন পিপাসুরা।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল জানান, ইতিমধ্যে জনপ্রতিনিধি, আইনশৃংখলা বাহিনী, সাংবাদিক ও সুধীজন নিয়ে একাধিক মতবিনিময় সভা করেছি। প্রত্যেক পর্যটন এলাকায় রয়েছে পর্যটক তথ্যকেন্দ্র, রয়েছে টুরিস্ট পুলিশ। ওসি গোয়াইনাট মোঃ আব্দুল জলিল জানান, পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। যাতে করে পর্যটকরা নিরাপদে ফিরতে পারে সেদিকে আমরা খেয়াল রাখব। সর্বাক্ষনিক পর্যটন এলাকায় পুলিশ রয়েছে। বেড়াতে আসা সংবাদকর্মী ইমদাদুর রহমান মিলাদ জানান, এখানকার প্রাকৃতিক দৃশ্য অত্যান্ত সুন্দর। কিন্তু রাস্তাঘাটের অবস্থা আরও উন্নতি করা প্রয়োজন।

ঢাকা থেকে আসা গার্মেন্টস কর্মী রুবাইয়া জানান স্বামীকে নিয়ে ১ম এসেছি রাতারগুল দেখতে, খুব ভাল লেগেছে। বগুড়ার দই ব্যবসায়ী ইরফান শিকদার বলেন, ব্যবসার কারেন আসতে পারিনি, পরিবারের সকলকে নিয়ে এসে প্রাকৃতিক সৌর্ন্ধয় দেখে আমরা মুগ্ধ। জাফলং ক্ষুদা রেস্টুরেন্টের প্রোপাইটার শফিকুল ইসলাম বিক্রমপুরী জানান পর্যাপ্ত পরিমান পর্যটক’র সমাগম হয়েছে, তবে রাস্তাঘাটের কারনে কিছুটা ব্যাহত হচ্ছ।


আরো সংবাদ



premium cement
শিল্পী-সাংবাদিক দ্বন্দ্ব নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত যশোর কারাগারে হাজতিদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ব্যাপক আতঙ্ক চিকিৎসার জন্য ঢাকা ছাড়লেন বিএনপি নেতা আমীর খসরু কুষ্টিয়াতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৫ চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ ডাকাত সদস্য গ্রেফতার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে

সকল