২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

গোয়াইনঘাটে শ্রমিক নিহত

গোয়াইনঘাটে শ্রমিক নিহত - সংগৃহীত

গোয়াইনঘাটে সায়েল ব্রীক ফিল্ডে অটোমেশিনের আঘাতে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম মানিক আহমদ (৩৫)। তিনি উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের আলীরগ্রামের আব্দুল মতিনের পুত্র। সোমবার দুপুর ১২টায় উপজেলার আলীরগাও ইউনিয়নের বেকরাস্থ সায়েল ব্রীকফিল্ডে এই ঘটনা ঘটে।
জানা যায়, নিহত মানিক আহমদ অন্যান্য শ্রমিকদের সাথে প্রতিদিনের ন্যায় সায়েল ব্রীকফিল্ডে কাজ করছিলেন।

ঘটনার সময় তিনি অটোমেশিনে মাটি ফেলার কাজে নিয়োজিত ছিলেন। দুপুর ১২টারদিকে মাটি ফেলার এক পর্যায় তার টুকরি মেশিনের ভিতরে পড়ে যায়। এসময় তিনি টুকরি উদ্ধার করতে গিয়ে তার হাত বেল্টের মধ্যে আটকা পড়ে।

এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে এসআই নাছির নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিওমেক হাসপাতালে লাশ প্রেরণ করেন।

এ ব্যাপারে এসআই মিয়া নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করা হয় এবং ময়নাতদন্তের জন্য সিওমেক হাসপাতালে লাশ প্রেরণ করা হয়। তিনি আরও জানান এঘটনায় কেউ আটক হয়নি এবং মামলা হয়নি।

গোয়াইনঘাট থানার ওসি মোঃ আব্দুল জলিল ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান লাশ মর্গে পাঠানো হয়েছে। এখনও কোনো মামলা হয়নি, মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement