২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কুলাউড়ায় পানিতে ডুবে ও সাপের কামড়ে ৩ শিশুর মৃত্যু

-

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের একই গ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে। অপরদিকে বিষাক্ত সাপের ছোবলে এক স্কুলছাত্রের মৃত্যু ও অপর এক ব্যক্তি আহত হয়েছেন।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, হাজিপুরের চানগাঁও গ্রামের নোমান আহমদের ছেলে ফরহাদ মিয়া (৩) ও একই গ্রামের বাদশা মিয়ার মেয়ে জেরিন বেগম (৩) বুধবার বিকেলে পুকরে ডুবে যায়। পরে তাদেরকে উদ্বার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাদেরকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের কাজল পালের ছেলে কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র কনক পাল (১২) বিষাক্ত সাপের কামড়ে আহত হওয়ার পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যায়।

এছাড়া, একই ইউনিয়নের মানগাও গ্রামের আলকিছ মিয়া নামক এক ব্যক্তিকে বুধবার সন্ধ্যায় সাপে কামড় দেয়ার ঘটনা ঘটেছে। তাকে কুলাউড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু ও শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী পানিতে ডুবে ২ শিশু ও সাপে কামড়ে স্কুলছাত্র মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement