২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মনুর পানি বৃদ্ধি অব্যাহত, মৌলভীবাজার শহরজুড়ে আতঙ্ক

মনুর পানি বৃদ্ধি অব্যাহত, মৌলভীবাজার শহরজুড়ে আতঙ্ক - ছবি : নয়া দিগন্ত

উদ্বেগ, উৎকণ্ঠায় সময় পার হচ্ছে মৌলভীবাজার শহরবাসীর। যেকোনো মুহূর্তে শহর প্রতিরক্ষা দেয়াল অতিক্রম করে শহরে পানি ঢুকতে পারে। শহরের পাশ দিয়ে প্রবাহিত মনু নদীর পানি বৃদ্ধির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শহরের বিভিন্ন দোকান ঘর ও বাসা বাড়ির নিচ তলার মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। সাধারণ জনগণকে সতর্ক থাকতে আজ শনিবার শহরে মাইকিং করা হচ্ছে। এতে শহরবাসীর মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে।
গত দু’দিন ধরে শহর প্রতিরক্ষা বাঁধের নিচ দিয়ে পানি চুঁয়ে শহরের দিকে প্রবেশ করায় এম সাইফুর রহমান সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে গত শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কদমহাটা বাজারের পূর্বে মনু নদী প্রকল্প বাঁধের দুটি স্থানে ভেঙে গিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে এতে রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নসহ হাওর কাউয়াদীঘি অঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। মৌলভীবাজার-কুলাউড়া সড়ক রাজনগরের কদমহাটা থেকে মহলাল পর্যন্ত বন্যাকবলিত হওয়ায় এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের উপর দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে। এতে জেলা সদরের সাথে রাজনগর, কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কদমহাটা এলাকার দুটি ভাঙ্গনসহ মনু ও ধলাই নদীর ১৫টি ভাঙনে জেলার ১০টি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো), জনপ্রতিনিধি ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলের কারণে মনু নদের পানি মৌলভীবাজার শহরের কাছে বৃদ্ধি পাচ্ছে। আজ শনিবার দুপুর একটায় শহরে কাছে চাঁদনীঘাটে মনু নদের পানি বিপৎসীমার ১৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর কয়েক ইঞ্চি পানি বৃদ্ধি হলে শহরের পশ্চিমবাজার এলাকায় প্রতিরক্ষা বাঁধ অতিক্রম করে শহরে পানি প্রবেশ করবে। পশ্চিমবাজার এলাকা ছাড়াও শহরের বিভিন্ন স্থানে প্রতিরক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। যেকোনো মুহূর্তে শহরে পানি ঢুকতে পারে।

মনু নদীর অব্যাহত পানি বৃদ্ধির কারণে
শহর প্রতিরক্ষা বাঁধ হুমকির মুখে পড়ায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শনিবার শহরে জনসাধারণকে সতর্ক করতে মাইকিং করা হচ্ছে। এতে করে ঈদের দিনেও বিভিন্ন দোকান ও বাসাবাড়ির নিচতলার মালামাল ভবনের উপরতলাসহ নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখা গেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার রাজনগর, কুলাউড়া উপজেলা ও মৌলভীবাজার শহরে সেনাবাহিনীর তিনটি দল বন্যা দুর্গতদের উদ্ধারসহ বিভিন্ন কাজে সহযোগিতা করছে।

এদিকে গত শুক্রবার বিকেলের দিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কদমহাটা এলাকায় মনু নদ প্রকল্প বাঁধের দুটি স্থান ভেঙে গেছে। মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান শনিবার জানান ‘পানির অবস্থা খুবই খারাপ। যেকোনো মুহূর্তে পানি ঢুকতে পারে। প্রতিরক্ষা বাঁধের সব স্থানই এখন ঝুঁকিপূর্ণ। আমরা মাইকিং করে শহরবাসীকে সতর্ক করছি।’
পাউবো মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী আজ শনিবার জানিয়েছেন ‘আর দুই ইঞ্চি পানি বৃদ্ধি পেলে ফ্লাড ওয়াল অতিক্রম করে শহরে পানি ঢুকবে। পানি বাড়ছে। আমরা বাঁধ রক্ষায় চেষ্টা করে যাচ্ছি।


আরো সংবাদ



premium cement
‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি হামলায় আহত শিশুর মুখে ২০০ সেলাই বিষখালীতে মৎস্য বিভাগের অভিযান : জেলে নিখোঁজ, আহত ২ দক্ষিণ এশিয়ার যে শহরগুলোর তাপমাত্রা এখন সর্বোচ্চ গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কায় হতাহত ৫ চৌগাছায় সিদ কেটে স্বর্ণের দোকানে চুরি

সকল