২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত

কাশ্মিরে বিধ্বস্ত ভারতীয় সামরিক বাহিনীর হেলিকপ্টার - সংগৃহীত

ভারত-অধিকৃত জম্মু-কাশ্মিরে দেশটির সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। গতকাল সোমবার স্থানীয় সময় বেলা সোয়া ১১টার দিকে জম্মুর রিয়াসি জেলায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে হেলিকপ্টারের দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে স্থানীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন।

জম্মুর রিয়াসি জেলায় ভারতীয় সামরিক বাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণের ওই হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পরপরই বিধ্বস্ত হয়। জম্মুর উধামপুর থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল।

হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের তৈরি অত্যাধুনিক এই চিতা হেলিকপ্টার দেশটির প্রতিরক্ষা বাহিনীর বহরে যুক্ত হয় ১৯৭৩ সালে। ভারতীয় বিমান বাহিনীর পাশাপাশি দেশটির সামরিক বাহিনীও এই হেলিকপ্টার ব্যবহার করে। সূত্র : পিটিআই।


আরো সংবাদ



premium cement