২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ভয়ানক কাণ্ড! ট্রেনে এক যাত্রীর আঙ্গুল চিবিয়ে খেলেন আরেক যাত্রী

- ছবি : সংগৃহীত

ভীড় ট্রেনে দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। ফলে অন্য যাত্রীদের ট্রেন উঠতে কিছুটা অসুবিধা হচ্ছিল বটে। সেই থেকেই ঝামেলার শুরু। এক কথা দু’কথায় ঝামেলা বাড়তে থাকে ধীরে ধীরে। ট্রেনের অন্য যাত্রীরা থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। একটা সময় মৌখিক ঝামেলা গড়ায় হাতাহাতিতে। তার পরই ঘটে যায় এক ভয়ানক কাণ্ড। সহযাত্রীর আঙ্গুল কামড়ে খেলে নিলেন আরেক যাত্রী।

৩৪ বছর বয়সী মহেশ পান্ডুরাং ধুমরে উঠেছিলেন ভারতের মুম্বাইয়ের দাদর স্টেশন থেকে। উঠেই কয়েকজন বন্ধুর সঙ্গে কামরার দরজার সামনে দাঁড়িয়ে পড়েছিলেন। তাতে উঠতে-নামতে অসুবিধা হচ্ছিল অন্য যাত্রীদের। ইতিমধ্যে ২৫ বছরের ইউসুখ শেখ ওই কামরায় ওঠেন কুরলা স্টেশন থেকে। কিছুক্ষণের মধ্যেই মহেশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান ইউসুফ।

কথা কাটাকাটির মাঝে মহেশের জামার কলার ধরে টানতে শুরু করেন ইউসুফ। তাতে মহেশের জামার বেশ কয়েকটি বোতামও ছিঁড়ে যায়। ব্যস তাতেই চটে গিয়ে ইউসুফকে গলা ধাক্কা দিতে শুরু করেন মহেশ। এরপরই ইউসুফ তার ডান হাতের তর্জনী কামড়ে দেন। কয়েক সেকেন্ডের মধ্যেই মহেশের আঙুলের কিছুটা অংশ ছিঁড়ে চলে যায় ইউসুফের মুখে। এমন নৃশংস ঘটনার আকস্মিকতায় অন্য যাত্রীরা সন্ত্রস্ত হয়ে পড়েন।

আঙুল ছিঁড়েও শান্ত হননি ইউসুফ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এরপর মহেশকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেল দেওয়ার চেষ্টাও করেন ইউসুফ। পরে অন্য যাত্রীরা জিআরপিত খবর দেন। থানে স্টেশনে ইউসুফকে গ্রেফতার করে জিআরপি। মহেশকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার আঙুলে অপারেশন হয়েছে।

জানা গেছে, মহেশের আঙুলের বেশ কিছুটা অংশ কামড়ে ছিঁড়ে নিয়েছিলেন ইউসুফ। জিনিউজ।


আরো সংবাদ



premium cement
মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন হাত কাটা বন্দীর নেতানিয়াহুর সমালোচনা ইসরাইলের আলটিমেটাম, যা বলল হামাস রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিরুদ্ধে ব্লিংকেনের হুঁশিয়ারি ইতিহাস গড়া জয় পেল পাঞ্জাব

সকল