২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কাশ্মিরের আরেক স্বাধীনতাকামী সংগঠনকে নিষিদ্ধ করেছে ভারত

ইয়াসিন মালিককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে - ফাইল ছবি

ভারত অধিকৃত জম্মু কাশ্মিরের আরো একটি স্বাধীনতাকামী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার৷ গতকাল শুক্রবার দিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ‘কাশ্মিরকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে এবং উগ্রবাদ ও সশস্ত্র সংগঠনগুলোকে সমর্থন করা’র অভিযোগ এনে সংগঠনটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।

ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, কাশ্মিরকে সন্ত্রাসমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে সরকার। সেই নীতি অনুসারেই ইয়াসিন মালিকের জম্মু-কাশ্মির লিবারেশন ফ্রন্টকে নিষিদ্ধ করা হয়৷

সরকারের এ সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি৷ এক টুইটে তিনি প্রশ্ন করেন, ইয়াসিন মালিকের সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করলেই কি কাশ্মিরে শান্তি ফিরবে?

ইয়াসিন মালিক এখন জম্মুর কোত বালওয়াল জেলে বন্দি রয়েছেন৷ শীঘ্রই তার বিরুদ্ধে ত্রিশ বছরের পুরোনো একটি হাই প্রোফাইল অপহরণ মামলার বিচারপর্ব শুরু হবে৷ তিন দশক আগে শ্রীনগরে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মুফতি মুহাম্মদ সাইয়েদের মেয়ে রুবায়া সাইয়েদকে অপহরণ করা এবং চার সেনাসদস্যকে খুন করার অভিযোগ রয়েছে ইয়াসিনের বিরুদ্ধে৷ এছাড়া তার সংগঠনের বিরুদ্ধেও ৩৭টি অভিযোগ রয়েছে৷ ১৯৮৯ সালে কাশ্মিরি প-িতদের হত্যার জন্য ইয়াসিন মালিকের সংগঠনকে অভিযুক্ত করা হয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রাজীব গৌবা জানিয়েছেন, দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে ইয়াসিন মালিক প্রবল আশঙ্কার কারণ৷ জম্মু কাশ্মির লিবারেশন ফ্রন্টের বিরুদ্ধে পাকিস্তানের জয়েশ-ই মুহাম্মদ ও লস্করে তৈয়েবার সাথে যোগাযোগ রাখার অভিযোগ পাওয়া গেছে।

পুলওয়ামা হামলার পরপরই জামাত-ই-ইসলামি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷ এর পরপরই কাশ্মিরের স্বাধীনতাকামী নেতাদের নিরাপত্তা তুলে নেয়া হয়৷ সূত্র : এনডি টিভি

আরো পড়ুন : গত বছর কাশ্মিরে ৩১১ স্বাধীনতাকামী নিহত
পার্স টুডে, ০২ জানুয়ারি ২০১৯, ০০:০০

ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে গত এক বছরে (২০১৮ সালে) ৩১১ জন স্বাধীনতাকামী নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর লে. জেনারেল অনিল কুমার ভাট সোমবার গণমাধ্যমকে ওই তথ্য জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, কাশ্মিরের স্বাধীনতাকামীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে (গত ৮ ডিসেম্বর পর্যন্ত) রাজ্যটিতে গত বছর নিরাপত্তা বাহিনীর ৮০ সদস্য নিহত হয়েছে। পাশাপাশি এ সময় নিহত হয়েছেন ৭৭ জন বেসামরিক ব্যক্তি। এর আগের বছর ২০১৭ সালেও রাজ্যটিতে ৪০ জন বেসামরিক ব্যক্তি ও নিরাপত্তা বাহিনীর ৮০ সদস্য নিহত হয়েছিলেন।

আলোচনাই কাশ্মির সমস্যা সমাধানের পথ : এ দিকে কাশ্মির প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ‘বন্দী মুক্তি কমিটি’র সম্পাদকমণ্ডলীর সদস্য ভানু সরকার বলেন, ‘মানুষের মৃত্যুর পরিসংখ্যান দিয়ে কাজের সফলতা মাপা হচ্ছে, এর থেকে ভয়ঙ্কর অমানবিক আর কিছু হতে পারে না! মার্কিন সাম্রাজ্যবাদের চোখ দিয়ে দেখলে যা হয় ঠিক তাই চলছে। ট্রাম্পকে যখন সিনেটে প্রশ্ন করা হয় সিরিয়া বা মধ্যপ্রাচ্যে সেনাবাহিনী রাখার যৌক্তিকতা কোথায়, আমেরিকার প্রেসিডেন্ট বলে থাকেন আমরা এত আইএস হত্যা করেছি। এত এসব নির্মূল করেছি। নির্মূলের পরিসংখ্যান দিয়ে তারা তাদের সফলতা বোঝান। ভারতেও ঠিক একই জিনিস চলছে।’

তিনি বলেন, ‘আমরা মানবাধিকার সংগঠনের কর্মীরা চিরকাল বলে এসেছি কাশ্মির রাজনৈতিক সমস্যা। ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত হাজার হাজার, লাখ লাখ মিলিটারি নামিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে, অসংখ্য মানুষকে গায়েব করে দিয়ে কাশ্মিরি স্বাধীনতা আন্দোলনকে দমন করা যায়নি এবং এভাবে চলতে থাকলে তা কোনো দিনই দমন করা যাবে না। ফলে আমরা মনে করি এটা রাজনৈতিক সমস্যা। আলোচনা ছাড়া ওই সমস্যা সমাধানের বিকল্প কোনো পথ নেই। আমরা বন্দী মুক্তি কমিটি মনে করি আলোচনার মধ্য দিয়েই কাশ্মির সমস্যার সমাধান করতে হবে। কোনোরকম বন্দুক ব্যবহার করা যাবে না। অবিলম্বে কাশ্মির থেকে সব মিলিটারি, আধাসামরিক বাহিনীসহ যত ধরনের সেনাবাহিনী সেখানে আছে তাদের প্রত্যাহার করতে হবে, আলোচনার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে এবং আন্দোলনকারীদের সাথে সংলাপে বসতে হবে।’


আরো সংবাদ



premium cement
সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু

সকল