১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


হেডিংলিতেও ‘আতঙ্ক’ আর্চার

অ্যাশেজের তৃতীয় টেস্টেও বিধ্বংসী বোলিং করেছেন আর্চার। নিয়েছেন ৬ উইকেট। ম্যাথু ওয়েডকে আউট করার পর আর্চারকে নিয়ে ইংলিশদের উল্লাস -

হেডিংলিতেও আর্চার আতঙ্কের ফাঁদে আটকা অস্ট্রেলিয়া। টানা দ্বিতীয় খেলায় সফরকারী দলটির দুঃস্বপ্ন হিসেবে হিসেবে উদ্ভাসিত ২৪ বছর বয়সী উদীয়মান ইংলিশ পেসার। লঙ্গার ফরম্যাটের অভিষেকে বিধ্বংসী বাউন্সারে শিরোনাম দখলে নেয়া বোলারের তাণ্ডবে ঐতিহাসিক অ্যাশেজের তৃতীয় টেস্টেও বিপর্যস্ত অস্ট্রেলিয়া। ক্রিকেট অঙ্গনের হটকেকে পরিণত হয় লর্ডস টেস্টে স্টিভেন স্মিথের মাথায় আর্চারের তীব্রগতির বাউন্সারের আঘাত। মারাত্মক হেড ইনজুরি তৃতীয় ম্যাচ থেকেও ছিটকে ফেলেছে সফরকারীদের হটফর্ম ব্যাটসম্যানকে।
হেডিংলিতে স্মিথবিহীন অস্ট্রেলিয়ার উপর চড়াও হওয়ার সুযোগ লুফে নিতে কোনো ভুল হয়নি আর্চারের। বৃষ্টিবিঘিœত উদ্বোধন দিনের শিরোনামও ইংলিশ তারকার দখলে। গতকাল তার ৬ উইকেট শিকারের দুর্দান্ত বোলিংয়ে তছনছ অস্ট্রেলিয়া। ১৭৯ রানেই গুটিয়ে গেছে দলটির প্রথম ইনিংস। লবুশেন সর্বোচ্চ ৭৪ রান করেন। আর্চার ৪৫ রানে ৬ উইকেট নেন।
সকাল থেকেই লিডসে থেমে থেমে বৃষ্টির ফলে লাঞ্চের আগে খেলা হয়ে মাত্র ৪ ওভার। ২৪ বলের ওই সংক্ষিপ্ত সেশনেই উড়ন্ত সূচনা আর্চারের। ব্যক্তিগত দ্বিতীয় ওভারের শেষ বলে তিনি সাজঘরে ফেরত পাঠান অস্ট্রেলিয়ার মার্কোস হ্যারিসকে। লাঞ্চ বিরতির পর দৃশ্যপটে অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড। তার দুর্দান্ত এক ডেলিভারিতে পরাস্ত উসমান খাজা ক্যাচ দেন উইকেটের পিছনে।
দলীয় ২৫ রানে দুই উইকেট পতনে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোয় দায়িত্ব কাঁধে তুলে নেন ডেভিড ওয়ার্নার। তৃতীয় উইকেটে তিনি ১১১ রানের জুটি গড়েন মরিস লবুশেনকে নিয়ে। কিন্তু শেষ বিকেলে ১৪ বলে ব্যবধানে দলটির গুরুত্বপূর্ণ তিন ব্যাটসম্যানের সাজঘরে প্রত্যাবর্তনে খেলার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ইংল্যান্ডের। ওয়ার্নার-ম্যাথু ওয়েডের উইকেট ৮ বলের বিধ্বসী এক স্পেলে দখলে নিয়ে আর্চার নিশ্চিত করেন স্বাগতিকদের উচ্ছ্বাসিত সমাপ্তি।


আরো সংবাদ



premium cement
বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ মনের মিনার ভেঙে পড়েনি মার্কিন প্রশাসনের ‘বাকস্বাধীনতা’র মুখোশ শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী

সকল