১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


ওয়েস্টহ্যামে ড্রর দুঃস্বপ্ন চেলসির

-

পুরনো প্রতিদ্বন্দ্বীর ফাঁদেই আটকা পড়ল অল ব্লুজ খ্যাত চেলসি। পাঁচ ম্যাচেই সীমাবদ্ধ রইল তাদের নতুন মওসুমের পারফেক্ট সূচনার রেকর্ড। রোববার ওযেস্টহ্যাম সফরে প্রিমিয়ার লিগের ২০১৮-১৯ আসরের শ্রেষ্ঠত্বের রেসে পয়েন্ট হারানোর দুঃস্বপ্ন হজম ব্লুজের। প্রথম পাঁচ খেলায় একটানা জয়ী চেলসিকে গোলশূন্য রুখে দিয়ে হোম ভেনুর লন্ডন ডার্বির সাম্প্রতিক দাপট অটুট রাখার উল্লাসে মাতোয়ারা ওয়েস্টহ্যাম। স্বাগতিকদের লড়াকু পারফরম্যান্সের চ্যালেঞ্জে হতাশ করেন ব্লুজের তারকা ফুটবলাররা। প্রাণপণ চেষ্টার পরও দারুণ ফর্মে থাকা এডিন হ্যাজার্ড পারেননি সফরকারীদের মওসুমের প্রথম পয়েন্ট হারানোর যন্ত্রণা থেকে রক্ষা করতে। ফলে সাম্প্রতিক সময়ের লন্ডন ডার্বিতে ব্যর্থতার বেড়াজালেই আটকা রইল চেলসি। উপটন পার্ক সফরে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই তাদের লজ্জাজনক ফলাফল হজম। জয় মাত্র একটিতে। ওয়েস্টহ্যাম জিতেছে তিন খেলায়। গতকাল দল দু’টির মধ্যকার লড়াইয়ের সমাপ্তি গোলমূন্য ড্রতে। ওয়েস্টহ্যাম সফরে পয়েন্ট ভাগাভাগিতে প্রিমিয়ার লিগের শ্রেষ্ঠত্বের রেসের শীর্ষস্থানও হাতছাড়া হয়েছে চেলসির। ছয় খেলায় ১৬ পয়েন্ট সংগ্রহে ব্লুজদের অবনমন দুই ধাপ। তিন-এ নেমে গেছে ২০১৭ সালের চ্যাম্পিয়নেরা। গোল গড়ে তাদের টপকে দুইয়ে অবস্থান ম্যানসিটির। একমাত্র দল হিসেবে টানা ছয় খেলায় জয়ী লিভারপুল প্রথমবারের মতো এককভাবে দখলে নিয়েছে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান। অল রেডের সংগ্রহ ১৮ পয়েন্ট।

 


আরো সংবাদ



premium cement

সকল