২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


রাজশাহীতে রঙ বাংলাদেশ

-

ঐতিহ্যের ২৫ বছর পেরিয়ে চলছে ‘রঙ বাংলাদেশ’-এর অভিযাত্রা। পুরনো শাখাগুলোর সাথে চলছে নতুন শাখা বিস্তারের প্রয়াস। সেই ধারায় সিল্ক আর আমের ঐতিহ্যবাহী শহর রাজশাহীতে সংযোজিত হলো ২৬তম শাখা। উদ্বোধন করেন রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাস। আরও উপস্থিত ছিলেন বাধন জামান এবং শুভানুধ্যায়ী-বন্ধু-স্বজনসহ গণ্যমান্য অতিথিরা। সৌমিক দাস বলেন, ‘বর্তমানে রঙ বাংলাদেশের মোট বিক্রয়কেন্দ্রের সংখ্যা ২৬টি। এই পথচলা স্মরণীয় হয়ে থাকছে আপনাদের উত্তরোত্তর পৃষ্ঠপোষকতায়। রাজশাহীর আউটলেটেও ভোক্তারা তাদের পছন্দের প্রতিটি ফ্যাশন পণ্য পাবেন। পোশাক, অ্যাকসেসরিজ, হোমটেক্সটাইল ইত্যাদি থাকবে নতুন আয়োজন ও আঙ্গিকে, ডিজাইনের নিত্যনতুন উপস্থাপনায়। ফ্যাশনপ্রিয় বাঙালিকে তাদের পোশাক আর অ্যাকসেসরিজ দিয়ে রাঙিয়ে দেয়ার ধারা অব্যাহত রাখতে প্রত্যয়ী রঙ বাংলাদেশ। একইভাবে আমাদের লক্ষ্য রঙ বাংলাদেশের পণ্য পৌঁছে দেয়া সবার দোরগোড়ায়।
রাজশাহী এ আমাদের উপস্থিতি সেই অভিপ্রায়েরই বাস্তবায়ন। রঙ বাংলাদেশের যেসব পণ্য ঢাকায় পাওয়া যায়, তা এখন রাজশাহীতেও পাওয়া যাবে। ফলে বাঁচবে সময় আর ভ্রমণের ঝক্কি। আর ঘরে বসে পেতে চাইলেও রয়েছে সে ব্যবস্থা। রঙ বাংলাদেশের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন। তারপর পেয়ে যাবেন ঘরে বসে। আর ক্যাশ অন ডেলিভারির সুযোগ তো রয়েছেই। এ ছাড়া কেবল নিজের জন্য নয়, প্রিয়জনদের দিন রঙ বাংলাদেশের উপহার। এ জন্য আছে গিফট ভাউচার। তারা পছন্দ করে কিনে নিতে পারবে রঙ বাংলাদেশের সম্ভার।’


আরো সংবাদ



premium cement
ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার উপর গুরুত্বারোপ রাষ্ট্রদূত ড. মনিরুলের নারীর জীবনমান উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধির রাইসির স্মরণে জাতিসঙ্ঘে এক মিনিট নীরবতা পালন ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি বড় ভাই বিপিএলে, ছোট ভাই বিসিএলে নকল ডায়াবেটিস স্ট্রিপ ধ্বংস করতে ফার্মা সল্যুশনসকে হাইকোর্টের নির্দেশ চাটমোহর পৌর ছাত্রলীগ সভাপতি পায়েল বহিষ্কার দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ মঙ্গলবার ‘বাবে কাবা’ নামের উপহারের দামি কলমটি তোষাখানায় দিলেন পাকিস্তানের প্রধান বিচারপতি লোকসভা ভোট : রেকর্ড করল কাশ্মীরের বারামুলা বিএসটিআইকে আন্তর্জাতিক মানের করতে সরকার কাজ করছে : শিল্পমন্ত্রী

সকল