২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

নতুন বছরে রতœপাথরে ছাড়

-

রতœপাথরে বিশেষ ছাড় দিচ্ছে শেষ দর্শন আজমেরী জেমস হাউজ লিমিটেড। প্রাকৃতিক রতœপাথর বিক্রয়ের নির্ভরযোগ্য এই প্রতিষ্ঠানটি বসুন্ধরা সিটি শপিংমলের লেবেল-১, ব্লক-ডি-এর ৭৩ ও ৭৪ নম্বর দোকানে অবস্থিত। প্রতিষ্ঠানটি নতুন বছরের জানুয়ারি মাসজুড়েই রতœপাথরে বিশেষ এই ছাড় ঘোষণা দিয়েছেন।
প্রতিষ্ঠানটির কর্ণধার এবং প্রখ্যাত জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী বলেন, গ্রাহকদের কথা মাথায় রেখেই নতুন বছরে রতœপাথরে বিশেষ ছাড় দেয়া হয়েছে। শেষ দর্শন আজমেরী জেমস হাউজ লিমিটেড নতুন এবং পুরনো সব গ্রাহক, শুভানুধ্যায়ীদের জানাচ্ছে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর শেষ দর্শন আজমেরী জেমস হাউজ লিমিটেডের সাথে সুসম্পর্ক হোক সবার। জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী আরো বলেন, ২০২০ সাল হবে শুভ সম্ভাবনাময় এবং বিশেষ সাফল্য অর্জনের বছর। ৩১ বছরের দীর্ঘ অভিজ্ঞতায় বলতে পারি গত কয়েক বছরের চেয়ে নতুন বছর কবে দেশ এবং দেশের মানুষের কল্যাণকর। আর ৩১ বছরের গবেষণা এবং পথচলা থেকে প্রাপ্ত অর্জনগুলোকে দিয়ে মানুষের জীবনকে সঠিক পথে চলার পরামর্শ এবং রতœপাথর ও রাশির বিভিন্ন বিষয়াবলি উল্লেখপূর্বক প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি। আমি শুধু নিজেই নয়, আমার বাবা মরহুম মো: আবদুস সাত্তার দেওয়ান চিশতী ইসলামের আলোকে আলোকিত অতি উচ্চমানের একজন আধ্যাত্মিক সাধক ছিলেন। তিনি জানান, পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, রবির অবস্থান সাপেক্ষে বাংলাদেশের রাশি হচ্ছে ধনু। বছরের শুরুতে নৈসর্গিক রাশিচক্রে ইউরেনাস মেষে, রাহু মিথুনে এবং মঙ্গল বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, অগ্নি রাশি ধনুতে, রবি, বুধ, বৃহস্পতি, শনি, কেতু ও প্লুটো অবস্থান করছে শুক্র রয়েছে মকরে চন্দ্র ও নেপচুন কুম্ভে রয়েছে। গ্রহসমূহের এমন অবস্থানের ফলে ২০২০ সাল বাংলাদেশের জন্য ঘটনার বৈচিত্র্য ভরপুর বছর।

 


আরো সংবাদ



premium cement