০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


তাড়াশে স্কুল ছাত্রীর সাথে রাত্রিযাপনের ভিডিও ধারণ করে  ব্লাকমেইল, ব্যবসায়ী আটক

-

সিরাজগঞ্জের তাড়াশে মোবাইল ফোনে স্কুল ছাত্রীর সাথে এক ব্যবসায়ীর প্রেম। অতঃপর হোটেলে রাত্রীযাপন করে গোপনে সেই ভিডিও ধারণ করে ব্লাকমেইলের অভিযোগে মজিবর রহমান নামের (৩৮) ওই ব্যবসায়ীকে আটক করেছেন পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় তাড়াশ থানা পুলিশ ফাঁদ পেতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ১০ নং ব্রীজ এলাকা থেকে তাকে আটক করে। তিনি তাড়াশ  পৌরসভার ভাদাস গ্রামের আলহাজ আবুল হোসেনের ছেলে এবং দু’সন্তানের জনক। তার বিরুদ্ধে তাড়াশ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। মামলা নং ১৭, তারিখ: ২৮-০৬-১৯ইং।

তাড়াশ থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, তাড়াশ বাজারের গার্মেন্ট ব্যবসায়ী ও পৌরসভা এলাকার ভাদাস গ্রামের আলহাজ আবুল হোসেনের ছেলে দু’সন্তানের জনক মজিবুর রহমান মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদো সৈয়দপুর গ্রামের পাটগাড়ী পাড়ার ও নাদো সৈয়দপুর জন কল্যাণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী (১৫) সাথে মোবাইলে পরিচয় গোপন করে প্রেমের সর্ম্পক গড়ে তোলে।

সম্প্রতি স্কুল ছাত্রীকে নিয়ে বগুড়া শহরের একটি আবাসিক হোটেলে রাত্রীযাপন করে স্মার্টফোনে অশ্লীল ভিডিওি ধারণ করে। পরে একাধিক দিন ওই স্কুল ছাত্রীকে তার সাথে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয়। এতে ওই স্কুল ছাত্রী রাজি না হওয়ায় অশ্লীল ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিতে থাকে।

এক পর্যায়ে স্কুলছাত্রী বিষয়টি তার অভিভাবকদের জানায়। এতে তার অভিভাবকরা বিষয়টি নিয়ে তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। শুক্রবার তাড়াশ থানার এস আই রবিউল ইসলাম ওই স্কুল ছাত্রীকে দিয়ে ফাঁদ পেতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ১০ নং ব্রীজ এলাকা থেকে ব্যবসায়ী মজিবরকে আটক করেন।

এ প্রসঙ্গে উল্লাপাড়া সার্কেলের সিনিয়র এএসপি গোলাম রহমান জানান, এ ঘটনায় তাড়াশ থানায় শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন আইনে মজিবরের বিরুদ্ধে মামলা হয়েছে এবং শনিবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, ব্যবসায়ী মজিবর টাকা খরচ করে একাধিক বিয়ে সহ নানা নারী ঘটিত অপরাধের সাথে জড়িত।


আরো সংবাদ



premium cement
গফরগাঁওয়ে লরিচাকায় পিষ্ট হয়ে নারী নিহত রোহিঙ্গা গণহত্যা : মিয়ানমারের বিরুদ্ধে মামলার দ্রুত নিরসনে আশাবাদী বাংলাদেশ-গাম্বিয়া দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সাংবাদিকদের সুরক্ষায় প্রতিটি দেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান জলবায়ু সঙ্কট মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারের আহ্বান এডিবি প্রেসিডেন্টের কেজরিওয়ালের জামিনের সম্ভাবনায় আশা দেখছে বিরোধী জোট ব্যাটে-বলে দারুণ নৈপুণ্যে সহজ জয় বাংলাদেশের কারামুক্ত মামুনুল হকের মামলা সম্পর্কে যা জানা যাচ্ছে চাকরি জাতীয়করণসহ ২ দাবি গ্রাম পুলিশের টেকনাফে চেয়ারম্যান প্রার্থীর সমাবেশ লক্ষ্য করে গুলিবর্ষণ আবারো বৃষ্টিতে বন্ধ খেলা

সকল