২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বেড়ায় শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় আ’লীগ নেতা গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

পাবনার বেড়ায় শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় বেড়া মডেল থানা পুলিশ হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী নূর ইসলাম গ্রেফতার করেছে। বুধবার রাত ১১টার দিকে হাটুরিয়া গ্রামের বাড়ী থেকে বেড়া থানা পুলিশ তাকে আটক করে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

জানা যায়, হাটুরিয়া-জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আক্তারের বিরুদ্ধে ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী নূর ইসলাম বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বরত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সাঈদের নিকট অভিযোগ করেন। সহকারী শিক্ষা কর্মকর্তা গত মঙ্গলবার দুই পক্ষকেই নিয়ে বসে এসব অভিযোগ সমাধানে সিদ্ধান্ত নেন।

আনীত অভিযোগ বিষয়ে প্রধান শিক্ষক শামীম আক্তার ব্যাখ্যা দেয়ার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সভাপতি নূর ইসলাম তাকে কিল, ঘুষি মারতে থাকেন। এর এক পর্যায়ে তিনি কক্ষের আসবাবপত্র দিয়ে শামীম আক্তারকে আঘাত করার চেষ্টা করেন। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়।

সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী নূর ইসলাম বিভিন্ন বিষয় নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে শুনানির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সভাপতি নূর ইসলাম তাকে কিল, ঘুষি মারাসহ শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় আমরা মর্মাহত।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ মাহমুদ খাঁন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী নূর ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement