২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

নাটোরে অ্যালকোহল পানে ২ জনের মৃত্যু

নাটোরে অ্যালকোহল পানে ২ জনের মৃত্যু -

নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি এলাকায় অ্যালকোহল পান করে বৃহষ্পতিবার বিকালে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার জের ধরে স্থানীয় জনতা অ্যালকোহল বিক্রির অভিযোগে এক হোমিও চিকিৎসককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

বাগাতিপাড়া থানা ও বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দুপুর আড়াইটায় জিয়াউর রহমান জিয়া (৪০) নামের এক ব্যক্তি অসুস্থ অবস্থায় বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি হন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জিয়াউর উপজেলার সোনাপাতিল গ্রামের সাজদার সরকারের ছেলে।

এ ঘটনার পর পরই খোকন খলিফা (৩৫) নামের অপর এক ব্যক্তি অ্যালকোহল পান করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়। খোকন বরিশাল জেলার বাকেরগঞ্জের মজিদ খলিফার ছেলে এবং ফাগুয়ারদিয়াড় এলাকার আব্দুল মজিদের জামাই।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, নিহতরা দুই জনই অতিরিক্ত অ্যালকোহল (স্পিরিট) পান করে হাসপাতালে এসেছিল। তাই তাঁদের মৃত্যু হয়েছে।

এদিকে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, এ ঘটনায় শরিফুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্ত করার প্রস্তুতি চলছে। তাঁদের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরো সংবাদ



premium cement
ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ ৪২.৪ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড ‘মুক্ত সাংবাদিকতা চরম সঙ্কটে’ ‘রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা’ ৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের

সকল