২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রোগীর ছাড়পত্র ভালো করে পড়ুন

-

অনেক সময় রোগীকে বলতে শোনা যায়, স্যার, বাড়িতে গিয়ে কী খাবো, সেটা একটা কাগজে লিখে দিলে ভালো হতো। বাস্তবতা হচ্ছে, রোগীকে যখন হাসপাতাল থেকে ছুটি দেয়া হয়, তখন তাকে একটি ছাড়পত্র (Discharge Certificate) দেয়া হয়। এতে যা লেখা থাকে সেগুলো হচ্ছেÑ (১) রোগী কী সমস্যা নিয়ে হাসপাতালে উপস্থিত হয়েছেন। (২) প্রাথমিকভাবে পরীক্ষা করে ডাক্তার রোগীর শরীরে কী অবস্থা পেয়েছেন। (৩) কী কী টেস্ট করানো হয়েছে এবং সেগুলোর ফলাফল কী ছিল। (৪) কী কী চিকিৎসা দেয়া হয়েছে। (৫) রোগীর নাম ঠিকানা, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন। (৬) সিজার বা স্বাভাবিক প্রসব হলে সে ক্ষেত্রে শিশুর জন্ম তারিখ, ওজন, লিঙ্গ ও স্বাস্থ্য কেমন ছিল, সেটাও লেখা থাকে। (৭) যেকোনো অপারেশন হলে সেটার সংক্ষিপ্ত বর্ণনা অথবা ছোট অপারেশনের ক্ষেত্রে অপারেশনের নাম। (৮) রোগী বাড়ি গিয়ে কতদিন কী কী ওষুধ সেবন করবেন, কোনো বিশেষ খাবার বা অভ্যাসের প্রতি নিষেধাজ্ঞা, কিছু নিয়মকানুন পালনের উপদেশ ইত্যাদি রোগীদের মধ্যে যারা ছাড়পত্রটি ভালো করে পড়েন না, তারা অনেক সময় ক্ষতিগ্রস্ত হন। সেজন্য পরে আফসোসও করেন। বিশেষ করে ছাড়পত্রের শেষ পৃষ্ঠায় সব ধরনের উপদেশ ও দিকনির্দেশনা দেয়া থাকে। সেখানে লেখা থাকেÑ কতদিন পর, কী কী পরীক্ষা করে, সপ্তাহের কী বারে, কোন ভবনের কত তলায়, কোন কক্ষে কোন সময়ে রোগী উপস্থিত হবেন। অথবা রোগীর সমস্যার সাথে সংশ্লিষ্ট হাসপাতালে পরবর্তী চিকিৎসার জন্য রেফার করা থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, ছাড়পত্রে লেখা আছে, ‘১৫ দিন পর CBC পরীক্ষা করে বুধবার অত্র হাসপাতালের পুরান ভবনের নিচ তলায় বহির্বিভাগে ৪ নম্বর কক্ষে বেলা ৯ ঘটিকায় উপস্থিত হবেন।’ ধরা যাক, আপনি লিভারের রোগী। CBC পরীক্ষা করে বুধবার আসতে বলা হয়েছে আপনাকে। কেননা সপ্তাহের প্রতি বুধবার বহির্বিভাগে লিভার বিশেষজ্ঞ চিকিৎসকেরা ৪ নম্বর কক্ষে রোগী দেখেন। এক্ষেত্রে আপনি সোমবার উপস্থিত হলে অবস্থাটা কী হবে, নিজেই বুঝতে চেষ্টা করুন। তা ছাড়া দেখা গেল আপনি বুধবার এসেছেন, কিন্তু এসে দেখলেন বহির্বিভাগ বন্ধ! সেদিন সরকারি ছুটি। তাই বাড়ি থেকে বের হওয়ার আগে জেনে নিন, সেদিন সরকারি ছুটি আছে কি না। অনেক দূর থেকে বাস, লঞ্চ, রেলগাড়িতে করে হাসপাতালে এসে যখন দেখবেন এ অবস্থা, তখন আপনি কতটা কষ্ট পাবেন, ভেবে দেখুন। সেই দিনটাই আপনার নষ্ট হয়ে যাবে। তাই ছাড়পত্রটি ভালো করে পড়ুন। এমনকি অন্য কোনো হাসপাতালে বা কোনো প্রাইভেট চেম্বারে বা উপযুক্ত কারণে চিকিৎসার জন্য বিদেশে গেলেও এ ছাড়পত্র আপনার জন্য অনেক বড় দলিল হিসেবে কাজ করবে। তাই এ ছাড়পত্র সবসময় যতœ করে রাখবেন এবং ভবিষ্যতে চিকিৎসাসেবার জন্য কোথাও গেলে অবশ্যই সাথে নেবেন। তবে অনেক সময় চিকিৎসক স্বল্পতার কারণে উদ্ভূত সময় স্বল্পতার দরুন ছাড়পত্রে সবগুলো তথ্য যথাযথভাবে তুলে ধরা সম্ভব হয় না।
চিকিৎসায় রোগীর অবস্থা নিরাময়ের কাছাকাছি পৌঁছলে স্বজনেরা যদি নিজেদের বিশেষ প্রয়োজনে অনুরোধ করে ছাড়পত্র নিতে চান, তখন সেটাকে discharge on request (DOR) বলে।
গুরুতর অবস্থার রোগীর চিকিৎসা চলমান থাকার সময়ে তার স্বজনেরা যদি নিজ দায়িত্বে রোগীকে অত্র হাসপাতাল থেকে নিয়ে যেতে চান, তখন রোগীর মূল নথিতে তাদের স্বাক্ষর নিয়ে সাদা কাগজে শুধু চলমান ব্যবস্থাপত্র লিখে দেয়া হয়। এটাকে discharge on risk bond (DORB) বলে। হ
লেখক : চিকিৎসক, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল

 


আরো সংবাদ



premium cement
‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সকল