২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দৃষ্টিপাত : ছাদে বাগান করুন, জমি বাঁচান

-

নগরায়নের অনেক উচ্চপর্যায়ে আমরা পৌঁছে গেছি। নিঃশ্বাস নেয়ার জায়গাটুকুও যেন এখন নেই আর। বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকা এখন দায় হয়ে গেছে। শিশুদের খেলাধুলার জায়গা খুঁজে পাওয়াও দায়। কৃষিজমি ধ্বংস করে তৈরি হচ্ছে রাস্তাঘাট, কলকারখানা ইত্যাদি। তাই খাদ্যের নিশ্চয়তা নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। আর এমনভাবে চলতে থাকলে একদিন নিশ্বাস নেয়ার মতো অক্সিজেনটুকু থাকবে না। আমরা কি একবারও ভেবেছি, নগরায়নের মাঝেও লুকিয়ে আছে নিজের উদ্যোগে কৃষিকাজ করার সুযোগ? আমাদের ছাদগুলোকে আমরা বিনাকাজে ফেলে না রেখে সেখানেই বাগান করতে পারি। এতে জমির অভাব অনেকটাই কমে যাবে। এটা বাণিজ্যিকভাবে করা না গেলেও যে বাসায় করা হবে তাদের তো নিরাপদ খাদ্যের নিশ্চয়তা পাওয়া যাবে। শুধু খাদ্য নয়, অক্সিজেনেরও জোগান দেবে এই ছাদবাগান। আর গাছপালা থাকলে নিজেদের মন ভালো থাকে। ছাদে বাগান করার জন্য খুব বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না। শুধু মাটি জোগাড় করাটাই একট কষ্টের কাজ। সকালে কিংবা বিকেলে একটু মুক্ত বাতাস নিতে আসার ফাঁকে হয়ে যেতে পারে গাছে পানি দেয়া। ছাদে শাকসবজির পাশাপাশি ফুল বা ছোটখাটো ঔষধি গাছ থাকতে পারে। একটা নিমগাছ থাকতে পারে, যা আমাদের অনেক সমস্যার সমাধান দেবে। ছোটবড় সবজির গাছ লাগানো যায়। সকালে ও বিকেলে নিজে কাজ করলে শারীরিক ভালো ব্যায়ামও হবে। বাজার থেকে কেনা সবজি বা তরকারিতে যে রাসায়নিক পদার্থ দেয়া থাকে, তা থেকে কিছুটা মুক্তি পাওয়ার সুযোগ থাকে ছাদে চাষ করলে। সবুজ রঙ দেখলেই মনে একটা প্রশান্তি আসে, আর আমরা যারা শহরে আছি তাদের জন্য সবুজ অনেকটা কল্পনার মতো। তাই বাড়ির ছাদেই জায়গা করে নিলে মন্দ হয় না।
মাহবুব নাহিদ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


আরো সংবাদ



premium cement
দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন

সকল