২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

খালেদা জিয়া মুক্ত হলে বাংলাদেশ মুক্ত হবে : আলাল

খালেদা জিয়া মুক্ত হলে বাংলাদেশ মুক্ত হবে : আলাল - ছবি : সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আজকে শুধু গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী নয়। পুরো বাংলাদেশ বন্দী। সুতরাং তার মুক্তি হলে বাংলাদেশ মুক্ত হবে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫ তম জন্মদিন উপলক্ষে ‘নির্বাসিত তারেক রহমান ও বন্দী বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় দল।

সংগঠনের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নেতা মামুন বিন আব্দুল মান্নান, জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভার একপর্যায়ে তারেক রহমানকে নিয়ে একটি ভিডিও সংগীত পরিবেশন করা হয়। গানটি প্রযোজনা করেছেন বিএনপি মামুন বিন আব্দুল মান্নান।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে থাকা মানেই বন্দী বাংলাদেশ। তিনি যেদিন মুক্তি পাবেন সেদিন বাংলাদেশও সেদিন মুক্ত হবে। বাংলাদেশের দ্রব্যমূল্য বৃদ্ধি ও সাম্প্রতিক ইস্যু নিয়ে বলেন, আমরা এখন কিলালেও মরি কিল খেলেও মরি। পেয়াজের দাম বাড়ছে, মা বোন ধর্ষিতা হচ্ছে কিছু বলতে গেলেই উল্টো আক্রমণ। সরকারের পুলিশ বাহিনী ঝাঁপিয়ে পড়ে। সুতরাং কিল খেয়ে মরবো কেনো কিলিয়েও মারবো।

আলাল বলেন, তারেক রহমানের যে যাত্রা শুরু হয়েছে সেখান থেকে ফেরানোর সাহস সরকারের নেই। তিনি অত্যন্ত যোগ্যতা ও দক্ষতার সঙ্গে দল পরিচালনা করছেন। ইনশাআল্লাহ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তিনি বলেন, আজকে পরিবহনের মালিকদের নেতা শাহজাহান খান ও মশিউর রহমান রাঙ্গা যেন সরকারের চেয়েও বেশি শক্তিশালী।


আরো সংবাদ



premium cement
মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন হাত কাটা বন্দীর নেতানিয়াহুর সমালোচনা ইসরাইলের আলটিমেটাম, যা বলল হামাস রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিরুদ্ধে ব্লিংকেনের হুঁশিয়ারি ইতিহাস গড়া জয় পেল পাঞ্জাব

সকল