২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


সুপ্রিম কোর্টে রোববার আইনজীবী ফোরামের সদস্যসংগ্রহ

আইনজীবী-জনতার গণআন্দোলনে দেশে গণতন্ত্র ফিরে আসবে : খন্দকার মাহবুব

আইনজীবী-জনতার গণআন্দোলনে দেশে গণতন্ত্র ফিরে আসবে : খন্দকার মাহবুব - ছবি : সংগৃহীত

সারা দেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ অভিযানের অংশ হিসেবে ৩ নভেম্বর রোববার সুপ্রিম কোর্ট শাখার সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। রোববার বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করবেন আইনজীবী ফোরাম আহ্বায়ক প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

সদস্য সংগ্রহ কার্যক্রম বিষয়ে বিষয়ে খন্দকার মাহবুব হোসেন নয়া দিগন্তকে বলেন, আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কার্যক্রম সারা দেশে প্রতিটি জেলা আইনজীবী সমিতিতে উৎসাহ উদ্দিপনার মাধ্যদিয়ে শুরু হয়েছে। আমরা যদি গণতান্ত্রি পদ্ধতিতে ফোরামের কমিটি গঠন করতে পারি তা হলে আইনজীবী সমাজ গণতন্ত্রের পক্ষে এবং বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্ধীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য শক্তিশালী আন্দোলন সৃষ্টি করতে সক্ষম হবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি জনগণ ও আইনজীবীরা সম্মিলিতভাবে গণআন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও রাজনৈতিক নেতাদের হয়রানির হাত থেকে মুক্ত করতে পারবে।

খন্দকার মাহবুব হোসেন বলেন, আগামী ৩ নভেম্বর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। আমি আশাকরি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আইনজীবীরা সদস্য হয়ে সংগঠনকে শক্তিশালী করার জন্য সচেষ্ট হবেন।

খন্দকার মাহবুব হোসেন আরো বলেন, ঢাকাসহ সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে। ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী গত ২৭ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে। যারাই সদস্য হবেন তারা আগামী নির্বাচনে নিজ নিজ জেলায় কমিটিতে ভোট দেয়ার যোগ্য হবেন। বিভিন্ন জেলায় যে কমিটি হবে তাতে জেলার সদস্যগণই অন্তর্ভূক্ত ভোটার হিসেবে গণ্য হবেন। সদস্য সংগ্রহ করার পরে নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি হবে।

সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ফোরামের আহ্বায়ক খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে। সদস্য সচিব ফজলুর রহমানের নেতৃত্বে ঢাকা আইনজীবী সমিতি, সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলীর নেতৃত্বে চট্টগ্রাম বিভাগে, মীর মোহাম্মদ নাছির উদ্দিনের নেতৃত্বে রংপুর বিভাগে, সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীনের নেতৃত্বে সিলেট বিভাগে, নিতাই রায় চৌধুরী বরিশাল বিভাগে, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের নেতৃত্বে ঢাকা বিভাগে, সানা উল্লাহ মিয়ার নেতৃত্বে ময়মনসিংহ বিভাগে, মাসুদ আহমেদ তালুকদারের নেতৃত্বে কুমিল্লা বিভাগে, ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে খুলনা বিভাগে এবং আবেদ রাজা ফরিদপুর বিভাগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কার্যক্রমে নেতৃত্ব দেবেন।


আরো সংবাদ



premium cement
‘বাবে কাবা’ নামের উপহারের দামি কলমটি তোষাখানায় দিলেন পাকিস্তানের প্রধান বিচারপতি লোকসভা ভোট : রেকর্ড করল কাশ্মীরের বারামুলা বিএসটিআইকে আন্তর্জাতিক মানের করতে সরকার কাজ করছে : শিল্পমন্ত্রী ভিন্ন এক শুরুর অপেক্ষায় বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ টি ব্রডগেজ যাত্রবাহী বগি সংগ্রহে চুক্তি স্বাক্ষর কোপা আমেরিকায় প্রাথমিক স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার বিবিএস কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ ইরানের শোকের দিনে সিরিয়ায় ইসরাইলি হামলায় ইরানপন্থী ৬ যোদ্ধা নিহত নির্বাচন কমিশনারদের বেতন-সুবিধা সংক্রান্ত আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন মূলধন লাভের ওপর নতুন কর আরোপ না করতে ডিএসই চেয়ারম্যানের আহ্বান ব্যাটারিচালিত রিকশা আবার চালুর সিদ্ধান্তে যে প্রতিক্রিয়া

সকল