০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


জনগণের সরকার প্রতিষ্ঠার বিরোধীরা রাষ্ট্রদ্রোহী : ড. কামাল

জনগণের সরকার প্রতিষ্ঠার বিরোধীরা রাষ্ট্রদ্রোহী : ড. কামাল - ছবি : নয়া দিগন্ত

যারা জনগণের সরকার প্রতিষ্ঠার বিরুদ্ধে কাজ করে তারা রাষ্ট্রদ্রোহী। তাদেরকে রুখে দিতে হবে। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে গণফোরামের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সভাপতির বক্তব্যে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এ কথা বলেছেন।  তিনি বলেন, দেশে সুশাসন নেই, আইনের শাসন নেই। তাই দেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গত ৫০ বছরে দেশের জনগণ সুশাসন পায়নি।

ড. কামাল বলেন, ‘দেশে আইনের শাসন নেই। আইনের শাসন রক্ষা করতে পারলে গণতন্ত্র রক্ষা পাবে। যারা সংবিধানের মূলনীতি নিয়ে দ্বিমত পোষণ করেন তারা দেশকে অস্বীকার করে। দেশে সুশাসন প্রতিষ্ঠা হলে সংবিধান মেনে দেশ পরিচালনা হতো। রাষ্ট্র পরিচালনায় দেশ নিরপেক্ষ থাকত।’

গণফোরাম সভাপতি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য জনগণের ঐক্য গড়ে তুলে স্বাধীনতা রক্ষা করা। আজকে দুইবছর পর বাংলাদেশের বয়স ৫০ বছর হবে। আমরা স্বপ্নের বাংলাদেশ পেয়েছি কি না এটি প্রশ্ন? কার্যকর গণতন্ত্র পেয়েছি কি না এটিও একটি প্রশ্ন। আমরা কার্যকর গণতন্ত্র ও শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি।’

গণফোরামের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান , জেএসডি সভাপতি আ.স.ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহবায়ব মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ স্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. আবু সাইয়িদ ও সুব্রত চৌধুরী, গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়াসহ অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মেজর জেনারেল আমসাআ আমিন (অব.), মোশতাক আহমেদ প্রমুখ।


আরো সংবাদ



premium cement