২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


কূটনীতিকদের সাথে ড. কামাল-মির্জা ফখরুলের বৈঠক সম্পন্ন

- সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধিসহ বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বুধবার সকালে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের বাসভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনার, কানাডার ডেপুটি হাইকমিশনার এবং জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধি অংশ নিয়েছেন। বুধবার সকাল ১০টায় শুরু হওয়া এই বৈঠক শেষ হয় দুপুর ১২টার কিছু আগে। তবে বৈঠকের বিষয়ে বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।

এ ছাড়া বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী উপস্থিত আছেন।

সূত্রে জানা যায়, বুধবার সকাল সোয়া ১০টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বিএনপি নেতা মঈন খানের গুলশানের বাসায় প্রবেশ করেন। সেখানে তারা ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, ব্রিটিশ হাইকমিশনার, কানাডার ডেপুটি-হাইকমিশনার ও জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধিসহ ডেনমার্ক, নেদারল্যান্ডসসহ অন্তত দশটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সাথে বৈঠক করেন।

এদিকে নামপ্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা গণমাধ্যমকে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন বিষয়ে কূনীতিকদের সাথে জাতীয় এক্যফ্রন্ট নেতাদের মধ্যে আলোচনা হয়েছে।


আরো সংবাদ



premium cement
তাপদাহে শুকিয়ে মরছে সবজির চারা জামিন নামঞ্জুর, কারাগার যুবদল সভাপতি টুকু তীব্র তাপপ্রবাহ : স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের মুরাদনগরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ তীব্র তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, পুড়ছে ক্ষেতের ফসল স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৫৫ টাকা গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানালো উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হোসেনপুরে চাঞ্চল্যকর সবুজ মিয়ার হত্যায় ভাতিজা গ্রেফতার দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় সীমান্তে গুলির শব্দ নেই, তবুও আতঙ্কে স্থানীয়রা রাঙ্গাবালীর খালে পাওয়া টর্পেডো উদ্ধার করেছে নৌ-বাহিনী

সকল