২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

এরশাদের বনানী অফিসের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরি

- ছবি : নয়া দিগন্ত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানী কার্যালয়ের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।

জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজ মঙ্গলবার ভোরে বনানীর ১৭/এ নম্বর রোডের কার্যালয়টিতে এসে তালা ভাঙা দেখতে পান কর্মরতরা। এরপর তারা পুলিশে খবর দেন। কার্যালয়ে বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কার্যালয়ের ভেতরে লকার ভাঙা প্রসঙ্গে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, এ সংক্রান্ত লিখিত কোনো অভিযোগ আমরা এখনো পাইনি, এ সংক্রান্ত কোনো মামলাও দায়ের করা হয়নি।

তবে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। ভবনের সামনের গেটের তালা ঠিক থাকলেও ভেতরের তালা ভাঙা। কক্ষের আশপাশে কোনো সিসি ক্যামেরা ছিল না, এমনকি পুরো ভবনে কোনো সিসি ক্যামেরা নেই।

ভবনের নিরাপত্তায় দুই জন গার্ড থাকেন তাদের জিজ্ঞাসাবাদ করলে হয়তো তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

এর আগে স্বাক্ষর জাল ও সম্পদের নিরাপত্তাহীনতার আশঙ্কায় সাধারণ ডায়েরি (জিডি) করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।


আরো সংবাদ



premium cement