২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

তিন হাজার রোগীর জন্য হাসপাতালে একটি বেড 

তিন হাজার রোগীর জন্য হাসপাতালে একটি বেড  - সংগৃহীত

দেশে তিন হাজার ক্যান্সার রোগীর বিপরিতে হাসপাতালে বেড রয়েছে একটি। অপরদিকে ক্যান্সার রোগীদের জন্য ক্যান্সার চিকিৎসা প্রতিষ্ঠান, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবও বেশ প্রকট। সরকারিভাবে এ বিষয়ক চিকিৎসকের পদ রয়েছে মাত্র ৮৮টি। এর মধ্যে ৪৬টি বিশেষজ্ঞ ও ৪২টি ট্রেনিং পদ। ১৭ হাজার ৪৫ জন রোগীর জন্য একজন সাধারণ চিকিৎসক থাকলেও ৩২ হাজার ৬০৮ জন রোগীর জন্য সরকারি পর্যায়ে মাত্র একজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে।

মঙ্গলবার ক্যান্সারের আর্থ-সামাজিক বোঝা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক সেমিনারে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ ক্যান্সার সোসাইটি ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সকালে বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক।

বক্তব্য রাখেন ক্যান্সার ইন্সটিটিউ’র পরিচালক অধ্যাপক ডা. মো. মোয়াররফ হোসেন, ক্যান্সার সোসাইটির প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক, বিএইচআরএফ’র সভাপতি তৌফিক মারুফ প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যান্সার ইন্সটিটিউটের সহযোগি অধ্যাপক ডা. জহিরুল ইসলাম।

স্বাস্থ্যপ্রতিমন্ত্রী জানান, খুব শিগগিরই দেশের আট বিভাগে ক্যান্সার চিকিৎসায় এক থেকে দেড়শ বেডের আটটি সেন্টার করা হবে। এসব ক্যান্সারে সেন্টারে প্রয়োজনীয় যন্ত্রও দেয়া হবে। নতুন করে ক্যান্সার সেন্টার প্রতিষ্ঠা হলে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ঢাকায় আসতে হবে না আবার তাদের খরচও কমে যাবে।

অনুষ্ঠানে জানানো হয়, অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে ক্যান্সার চিকিৎসার জন্য ২৬টি চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে সরকারি ১৬টি ও ১০টি বেসরকারি। বিশ্ব স্বাস্থ্য সংখ্যার হিসাব অনুযায়ী দেশে এই সংখ্যা হওয়া দরকার ১৬০টি।

দেশে কী সংখ্যক ক্যান্সার আক্রান্ত রোগী রয়েছে এর সঠিক পরিসংখ্যান নেই। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর অনুমিত সংখ্যাই বাংলাদেশের চিকিৎসকেরা বলে যাচ্ছেন এমনকি সরকারও এসব তথ্য ব্যবহরে করে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেন, ধার করা তথ্য দিয়ে ক্যান্সারের বিরুদ্ধে লড়তে হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রতিষ্ঠানকে।

তবে আশার কথা হচ্ছে খুব শিগগিরই দেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা কত সে বিষয়টি জানার বাংলাদেশ ক্যান্সার সোসাইটি দেশে একটি জরিপ চালাচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারি মধ্যে এই জরিপের তথ্য উপস্থাপন করা হবে। উলেøখ্য, বিশ্ব স্বাস্থ্য সংখ্যার তথ্য মতে দেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ১৫ লাখ।


আরো সংবাদ



premium cement
ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন হাত কাটা বন্দীর নেতানিয়াহুর সমালোচনা ইসরাইলের আলটিমেটাম, যা বলল হামাস রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিরুদ্ধে ব্লিংকেনের হুঁশিয়ারি ইতিহাস গড়া জয় পেল পাঞ্জাব শিরোপার আরো কাছে রিয়াল মাদ্রিদ গাজানীতির প্রতিবাদে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ

সকল