০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত আর নেই

-

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। শনিবার বিকেল সাড়ে ৩টায় তার মৃত্যুর খবর নিশ্চিত করে শীলা দীক্ষিতের পরিবার। সবশেষ দিল্লি কংগ্রেসের সভাপতির দায়িত্বে ছিলেন বর্ষীয়ান এই নেত্রী। দিল্লির সবচেয়ে বেশি সময়ের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ১৯৯৮, ২০০৩ ও ২০০৮ সাল পরপর তিনবার দিল্লির মুখ্যমন্ত্রী হন শীলা দীক্ষিত। পরে তাকে হারিয়ে দিল্লিতে সরকার গড়ে রাজধানীর মুখ্যমন্ত্রী হন অরবিন্দ কেজরিওয়াল। ২০১৪ সালে কেরালার রাজ্যপাল হিসেবেও দায়িত্ব দেয়া হয় শীলা দীক্ষিতকে। কিন্তু দায়িত্ব পাওয়ার ছয় মাসের মাথায় তিনি ইস্তফা দেন।
শ্বশুর তথা উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা উমা শঙ্কর দীক্ষিতের হাত ধরে রাজনীতিতে নিজের জায়গা শক্ত করেন শীলা দীক্ষিত। উমা শঙ্কর একসময় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভারও সদস্য ছিলেন। পাঞ্জাবের কাপুরথালায় জন্মগ্রহণ করেন শীলা দীক্ষিত।


আরো সংবাদ



premium cement