১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


বন্যার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

- ফাইল ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পৌরসভাসহ ৮ ইউনিয়ন পানিতে নিমজ্জিত। সোমবার দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পানিতে পড়ে ৩ শিশু মারা গেছে।

এরা হচ্ছেন দেওয়ানগঞ্জ পৌরসভার চরকালিকাপুর গ্রামের মনিরুল হোসেনের ২ বছরের পুত্র নিয়ামুল হোসেন, একই গ্রামের জহুরুল হকের পুত্র নাইম মিয়া (৭) এবং ভারত সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের পাথরের চর গ্রামের রাকিবুল ইসলামের পুত্র সাইমুল ইসলাম।

ভয়াবহ বন্যায় ফসল বাড়িঘর রাস্তাঘাট, শাকসবজির বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।

মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া জানান, ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অফিসার আফতাব উদ্দিন জানান, বন্যার পানি উঠায় ৬৫ স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

উপজেলা পরিষদের সকল বিভাগে পানি। অন্যত্র কাজ চলছে। প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়েছে বলে জানা গেছে।

ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, বন্যার্তদের জন্য ৫০ হাজার টাকা ও ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।

এলাকাবাসীর মতে এ ত্রাণ সামগ্রী অপ্রতুল।


আরো সংবাদ



premium cement