২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ঈশ্বরগঞ্জে মাজেদ বাবুকে ধানের শীষে দেখতে চান তৃণমূল নেতারা

লুৎফুল্লাহেল মাজেদ বাবু -

আসন্ন নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রতিযোগিতায় ১৩ জন বিএনপি থেকে মোনোনয়ন প্রার্থী হয়েছেনে। প্রার্থীরা হচ্ছেন সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন, লুৎফুল্লাহেল মাজেদ বাবু, একেএম হারুন অর রশিদ, আমিরুল ইসলাম ভূইয়া মনি, ফিরোজ আহমেদ ভুলু, ফরিদ উদ্দিন ফরিদ, আওরঙ্গজেব বেলাল, কামরুজ্জামান লিটন, অ্যাডভোকেট শাহজাহান, রহুল আনি মাস্টার, ইফতেকার আলম শামীম, ইশতেয়াক আহমদ জাবির বিবেক ও এমদাদুল হক মিলন।

মনোনয়ন প্রার্থীদের মাঝে তৃণমূল নেতাদের কাছে গ্রহণযোগ্যতায় এগিয়ে আছেন উপজেলা বিএনপির সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ বাবু। ১৩ জন প্রার্থীর অধিকাংশও চান প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকেই দেয়া হোক দলীয় মনোনয়ন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়নপ্রত্যাশি একেএম হারুন অর রশিদ জানান, সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন দলীয় নেতাকর্মীদের নানা ভাবে নির্যাতন ও হয়রানি করাতে তৃণমূল নেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপর দিকে লুৎফুল্লাহেল মাজেদ বাবু দলের কঠিন সময়ে এসে হাল ধরেছেন। সরকার কর্তৃক নির্যাতিত তৃণমূল নেতাদের পাশে দাঁড়িয়েছেন। তাই তৃণমূল নেতারা চান ‘ধানের শীষ’ প্রতীক মাজেদ বাবুকেই দেয়া হোক।

একই অভিমত দিয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী আমিরুল ইসলাম ভূইয়া মনি, পৌর বিএনপির সভাপতি ও মনোনয়নপ্রত্যাশী ফিরোজ আহমদ ভুলু, মনোনয়নপ্রত্যাশী রুহুল আমিন মাস্টার, অ্যাডভেটেক শাহজাহান, ফরিদ উদ্দিন ফরিদ, আওরঙ্গজেব বেলাল।

দলটির তৃণমৃল নেতারা জানান, বর্তমান নির্বাচনটি একটি চ্যলেঞ্জিং নির্বাচন। এ নির্বাচনে এ এলাকায় মাজেদ বাবুকে ছাড়া অন্য কেউ মনোনয়ন পেলে ভোটের মাঠে শেষ পর্যন্ত ঠিকে থাকতে পারবেন কি না সন্দেহ আছে। তাই দলের এ চ্যালেঞ্জিং মুহূর্তে ঈশ্বরগঞ্জ আসনটি পেতে চাইলে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় মুখ লুৎফুল্লাহেল মাজেদ বাবুকেই প্রয়োজন।

উল্লেখ্য, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনটি ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে ভোটার রয়েছেন ২ লাখ ৭০ হাজার ৭৮৭ জন।


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪৩ ডিগ্রির কাছে আচরণবিধি লঙ্ঘন ও উসকানিমূলক বক্তব্য প্রদানে অধ্যক্ষ এবং চেয়ারম্যান গ্রেফতার আবারো পিএমএল-এনের সভাপতি হচ্ছেন নওয়াজ শরিফ বিষখালী নদী থেকে ২২ ঘণ্টা পর নিখোঁজ জেলের লাশ উদ্ধার ৩ জেলায় বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ ছত্তিশগড়ে ২৯ জন মাওবাদী নিহত হওয়ার পর এলাকায় যে ভয়ের পরিবেশ নেতানিয়াহুকে গাজার কসাই বললেন এরদোগান রাশিয়া ইউক্রেনের ৬৮টি ড্রোন ভূপাতিত করেছে গুচ্ছ পরীক্ষা দিতে এসে জবি কেন্দ্রে অসুস্থ এক শিক্ষার্থী থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান কক্সবাজার সৈকতে নেমে হৃদরোগে পর্যটকের মৃত্যু

সকল