২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


সরিষাবাড়ীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষ

-

সরিষাবাড়ীতে আজ বৃহস্প্রতিবার সকাল ১১টা থেকে আলহাজ জুট মিলের প্রায় ৩ হাজার শ্রমিক-কর্মচারী বকেয়া বেতন ভাতা আদায়ের দাবীতে রাস্তায় নেমেছে। পুলিশ-শ্রমিক মুখোমুখী সংঘর্ষ পুলিশ সহ আহত হয়েছে ১০ জন। সড়ক অবরোধ বিক্ষোভ সহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
জানাগেছে, সকাল ১১টায় আলহাজ জুট মিলের সিবিএ এর নের্তৃত্ব মিলের প্রধান ফটকে গেট মিটিং শেষে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল নিয়ে সরিষাবাড়ী-তারাকান্দি-জামালপুর প্রধান রাস্তা কাঠের গুড়ি ফেলে অবরোধ করে। উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ মোড়ে, ষ্টেশন এলাকায় রফিকের হোটেলের সামনে টায়ারে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় মুহুত্যের মধ্যে উপজেলার সাথে বিভিন্ন এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শ্রমিকরা দফায় দফায় তাদের বেতন-ভাতার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে।
এ ঘটনায় পুলিশ মিছিল কারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ সহ কমপক্ষে ১০জন শ্রমিক আহত হয়। এ ব্যাপারে শ্রমিক নেতা জাহিদ হোসেন বলেন যতক্ষন পযন্ত আমার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোষ না হয় ততক্ষন আমাদের আন্দোলন চলবে। অফিসার ইনচার্জ মাঝেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। তথ্যসূত্রে জানাযায়, গত ২১ জুলাই ২০১৮ আলহাজ জুট মিলের উর্ধ্বতন কর্তপক্ষ শ্রমিকদের কোন প্রকার নোটিশ না করেই রাতের অন্ধকারে মিল গেটে তালা ঝুলিয়ে দেয়।


আরো সংবাদ



premium cement